
পাবনার চাটমোহরে উপজেলা মহিলা দলের সাবেক দুই নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া নেত্রী হলেন- জাতীয়তাবাদী মহিলা দল চাটমোহর উপজেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি বুড়ি সরকার (৪২) এবং একই কমিটির বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক রহিমা রেজা (৪৫)। তবে বর্তমানে এ উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে।
বুড়ি সরকার পৌর সদরের মধ্য শালিখা মহল্লার মৃত ডা. কোবাদ হোসেনের মেয়ে এবং রহিমা রেজা পৌর সদরের বালুচর মহল্লার ভিপি সেলিম রেজার স্ত্রী। দুজনই ছিনতাই ও হত্যার চেষ্টা মামলার আসামি ছিলেন।
এছাড়া মাদকের কারবার ও সেবনের অভিযোগে কয়েকমাস আগে রহিমা রেজাকে তার পদ থেকে বহিষ্কার করা হয়।
চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম বলেন, পাবনার আমলী আদালতের পলাতক আসামি রহিমা রেজা ও বুড়ি সরকারকে চাটমোহর পৌরসভার দুই স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হবে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী চাটমোহর উপজেলা মহিলা দলের (বিলুপ্ত) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তামান্না আজিজা স্বর্ণা গত ২৩ আগস্ট বিকেল ৫টার দিকে পৌর সদরের বাসস্ট্যান্ড (আফ্রাতপাড়া) এলাকায় বিএনপির এক কর্মসূচিতে অংশ নিতে গেলে পূর্ববিরোধের জেরে রহিমা ও বুড়ি সরকার দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান। এতে স্বর্ণা আহত হন। পরে তিনি বাদী হয়ে আটক দুই নেত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে ছিনতাই ও হত্যার চেষ্টা মামলা দায়ের করেন।
মন্তব্য করুন