বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

হিমালয়ের পিসাং চূড়ার পথে বাংলাদেশি নারী অভিযাত্রী দল

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪০ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪৮ পিএম

গত বছরের ধারাবাহিকতায় এবারও ‘সুলতানার স্বপ্ন অবারিত’ প্রতিপাদ্যে এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদারের নেতৃত্বে চারজনের নারী অভিযাত্রী দল হিমালয়ের পথে রওনা হয়েছে।

দলটি এবার যাচ্ছে নেপালের অন্নপূর্ণা রেঞ্জে। যাত্রার সপ্তম দিন চলছে আজ।

নারীদের শীতকালীন পর্বত অভিযানের আয়োজনটি করেছে পর্বতারোহন ক্লাব ‘অভিযাত্রী’।

দলটি বর্তমানে (৩ ডিসেম্বর) পিসাং গ্রাম (৩৩০০ মিটার) থেকে বেরিয়ে হিমালয়ের অলিতে-গলিতে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছে ৩৯০০ মিটার উচ্চতার ভিউ পয়েন্টে। পথেই প্রথমবারের দেখা মিলল পিসাং চূড়ার।

বুধবার (২৬ নভেম্বর) মুক্তিযুদ্ধ জাদুঘরে আনুষ্ঠানিকভাবে পতাকা তুলে দেয়া হয় অভিযাত্রীদের হাতে। দলনেতা নিশাত মজুমদারের নেতৃত্বে এই দলের অন্য অভিযাত্রীরা হলেন ইয়াছমিন লিসা, তহুরা সুলতানা রেখা ও ট্রেক উইথ নিশাত ২০২৫ বিজয়ী নুসরাত জাহান ফাবিহা।

অন্যতম অভিযাত্রী তহুরা সুলতানা রেখা ফেসবুকে তার নিজস্ব আইডিতে লিখেছেন, “ভিউ পয়েন্টে প্রচন্ড বাতাসের সাথে পাল্লা দিয়ে হালকা মেডিটেশন-ও করে নিলাম। কারণ এই মুহূর্তে মানসিক যে অবস্থা আমার, একমাত্র পর্বতের বিশালতাই সেটা পরিপূর্ণ করতে পারে। তাই হিলিং প্রসেস হিসেবে সব সময়ের পছন্দের কাজ মেডিটেশনকেই পছন্দের তালিকায় রাখলাম।”

তিনি আরও জানান, “সাথে আছে নিশাত আপুর পক্ষ থেকে পাওয়া নিজের মধ্যে লুকিয়ে রাখা কিছু স্বপ্ন দেখার পরিকল্পনা।”

৬ হাজার মিটার উচ্চতার পিসাং পিক ও ৫ হাজার মিটার উচ্চতার রাক্সিং পিকের উদ্দেশে গত ২৮ নভেম্বর নারী দলটি নেপালের উদ্দেশে রওয়ানা হয়। দলনেতা নিশাত মজুমদার অভিযানের বিস্তারিত তুলে ধরেন সংবাদ সম্মেলনে।

বেগম রোকেয়া শাখাওয়াত হোসেনের কালজয়ী সৃষ্টি ‘সুলতানার স্বপ্ন’ থেকে অনুপ্রাণিত হয়ে গতবছর প্রথমবারের মত নারীদের শীতকালীন অভিযান অনুষ্ঠিত হয়। গতবারের মত এবছরও অভিযানের আর্থিক পৃষ্ঠপোষকতা করেছে মাস্টারকার্ড। এই উদ্যোগের আরেক সহযোগী হিসেবে রয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ 
সোমবার থেকে সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ 
যেসব দেশে বিয়ে করলেই মিলবে নাগরিকত্ব
যেসব দেশে বিয়ে করলেই মিলবে নাগরিকত্ব
এক ভিসায় মধ্যপ্রাচ্যের ছয় দেশ ভ্রমণ, চালু হচ্ছে আগামী বছর
এক ভিসায় মধ্যপ্রাচ্যের ছয় দেশ ভ্রমণ, চালু হচ্ছে আগামী বছর
সেন্টমার্টিন খুললেও পর্যটকদের যাত্রায় অনিশ্চিত
সেন্টমার্টিন খুললেও পর্যটকদের যাত্রায় অনিশ্চিত