বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

বলিউডে বছরের সেরা অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’?

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ পিএম
ধুরন্ধরন এর কয়েকজন
ধুরন্ধরন এর কয়েকজন

২০২৫ সালের বিনোদনমূলক ছবির তালিকায় ‘ধুরন্ধর’ ইতিমধ্যেই ঝড় তুলেছে। শুধু তারকাদের নাম নয়, ছবিটির অ্যাকশন-প্যাকড প্লট এবং ঝোড়ো মিউজিক একে এই বছরের সবচেয়ে প্রত্যাশিত ছবির তকমা এনে দিয়েছে। এক গোপন ভারতীয় স্পাইয়ের কাহিনি পর্দায় কীভাবে ফুটিয়ে তোলা হবে, তা দেখতে উৎসুক দর্শক।

ছবির কাস্টিং প্রশংসা পেয়েছে বেশ। রণবীর সিংয়ের মতো প্রধান অভিনেতার সাথে আর মাধবন, অর্জুন রামপাল, অক্ষয় খান্না ও সঞ্জয় দত্ত-এর মতো হেভিওয়েট অভিনেতাদের উপস্থিতি এক ‘অনাসাম্বল কাস্ট’ এর উদাহরণ সৃষ্টি করেছে। এই সম্মিলিত তারকা শক্তিই ছবিটির উচ্চ ভোল্টেজের এনার্জির উৎস।

‘ধুরন্ধর’ এর সঙ্গীতের আবেদন বিশাল। ‘ইশ্ক জ্বালাকর- কারভান’ ও ডান্স ট্র্যাক ‘শারারত’ ইতিমধ্যেই চার্টে ঝড় তুলেছে। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরটিও অ্যাকশন সিকোয়েন্সগুলিকে অন্য মাত্রায় নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

ছবির মূল ভিত্তি এর গল্প, যা দর্শককে একেবারে সিটের কিনারায় নিয়ে আসবে। যদিও এটি ‘প্রত্যাশিত সিনেমা’ এর পরিচিত উপাদানগুলি ধরে রেখেছে, কিন্তু এর ‘শার্প রাইটিং’ এবং ‘স্ট্রং ন্যারেটিভ ইনটেন্ট’ এটিকে এক ধাপ এগিয়ে দিয়েছে। এটি শুধু অ্যাকশন নয়, দর্শকদের জন্য স্মরণীয় মুহূর্ত এবং সংলাপেরও পসরা সাজিয়েছে।

ট্রেড অ্যানালিস্ট তারান আদর্শের মন্তব্য অনুযায়ী, “প্রত্যাশিত ফিল্ম বলতে যদি হার্ডকোর অ্যাকশন, মারামারি বোঝায়, তবে ‘ধুরন্ধর'’ সেই ধারায় পড়ে। এ বছর ‘হাউসফুল ৫’ বা ‘বাঘি ৪’ এর মতো বড় ছবিও এসেছে, কিন্তু ‘ধুরন্ধর’ এর কাস্ট খুবই শক্তিশালী। তাই এর থেকে বড় সাফল্যের প্রত্যাশা রয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাব্রিনা কার্পেন্টারের রেকর্ড বছর
সাব্রিনা কার্পেন্টারের রেকর্ড বছর
ভিন্নমাত্রার সাজে সানি লিওন
ভিন্নমাত্রার সাজে সানি লিওন
ইমরান খানের জন্য চিন্তিত অভিনেত্রী মুনমুন সেন
ইমরান খানের জন্য চিন্তিত অভিনেত্রী মুনমুন সেন
লাইফ সাপোর্টে অভিনেতা তিনু করিম
লাইফ সাপোর্টে অভিনেতা তিনু করিম