
দেশের সর্ববৃহৎ ইডেন মহিলা কলেজকে ভার্সিটি করার নাম করে মেয়েদের সঙ্গে ছেলেদের কোএডুকেশন করার প্রতিবাদে এবং পাঁচ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) কলেজের শিক্ষার্থীরা রাজধানীর আজিমপুরস্থ কলেজ ক্যাম্পাসের সামনের রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এ সময় শিক্ষার্থীরা মেয়েদের সঙ্গে ছেলেদের কোএডুকেশন চালু করার বিরুদ্ধে নানান স্লোগান সম্বলিত হাতে লেখা পোস্টার ও প্লেকার্ড বহন করে রাস্তা অবরোধ করে রাখে।
একই সময়ে সরকারী বদরুন নেসা মহিলা কলেজের শিক্ষক ও ঢাকা কলেজের শিক্ষার্থীরাও সাত কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গড়ার অধ্যাদেশে অনেক বিষয় স্পষ্ট না করা এবং ঐতিহ্যবাহী কলেজগুলোতে শিক্ষা সংকুচিত হওয়ার আশংকার কথা বলেন।
শিক্ষার্থীরা বলেন, “বিশ্ববিদ্যালয় ‘ইনক্লুসিভ’ হবে বলা হচ্ছে। রক্ষনশীল পরিবারসহ বিভিন্ন শ্রেণীপেশার মেয়েদের পড়ার সুযোগ যদি কেড়ে নেন তাহলে তা ইনক্লুসিভ কিভাবে হলো?”
শিক্ষার্থীদের ৫ দফা দাবি
১৷ ইডেনকে শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত রাখা।
২৷ ইডেন মহিলা কলেজের কোনো ডিপার্টমেন্ট বিলুপ্ত করা যাবে না।
৩৷ বিশ্ববিদ্যালয়ের সময় ১টা থেকে ৭টা না, ২৪ ঘন্টা রাখতে হবে।
৪৷ ইডেনকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাখা, কোনো ইন্টারমিডিয়েট চালু না করা।
৫৷ ইডেন কলেজ যেখানে একটি মহিলা বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে, সেখানে ইডেনকে শুধুমাত্র একটি ফ্যাকাল্টিতে রূপান্তর না করা।
মন্তব্য করুন