রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

ফের চমকে দিলেন তাসনিয়া ফারিণ

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ পিএম

জনপ্রিয় মডেল অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি মাঝে মধ্যে গানও করেন। তবে এবার যেন পাকাপাকিভাবেই গানের জগতে নিজের অবস্থান জানান দিয়েছেন। বেশ কিছুদিন ধরেই তার নতুন গান নিয়ে আলোচনা চলছিল। অবশেষে মুক্তি পেয়েছে সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে তার গাওয়া দ্বিতীয় দ্বৈত গান ‘মন গলবে না’। এই গানের মাধ্যমে ফারিণ একজন পুরোদস্তর গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করলেন।

তবে শুধু গায়িকা হিসেবেই নয়, নতুন এই গানটির মাধ্যমে প্রযোজক হিসেবেও অভিষেক হয়েছে ফারিণের। গানটি ফারিণের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফড়িং ফিল্মস’-এর ব্যানারে নির্মাণ হয়েছে। কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। নাহিয়ান আহমেদের নির্দেশনায় ভিডিওতে মডেল হিসেবেও রসায়ন জমিয়েছেন ফারিণ ও ইমরান।

ইমরান মাহমুদুলের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। ভিডিওর বর্ণনায় গানটিকে আবেগ ও সুরের এক নিবিড় মেলবন্ধন হিসেবে উল্লেখ করা হয়েছে।

এই মিউজিক ভিডিওতে ফারিণ হয়ে ওঠেন এক আইটেম কুইন! তাকে দেখা গেছে নানা রূপে, নানা ঢঙে। কখনও লাল ডট প্রিন্টের পোশাকে সুইমিংপুলের ধারে খুনসুটিতে মেতেছেন, আবার কখনও সাদা পোশাকে গুহার আদলে তৈরি সেটে নৃত্যশিল্পীদের সঙ্গে তাল মিলিয়েছেন। আবার কখনও কালো রহস্যময় সাজে কিংবা সোনালি জাঁকজমকপূর্ণ পোশাকে আগুনের শিখার মাঝে ছড়িয়েছেন গ্ল্যামার।

বলা বাহুল্য, দীর্ঘদিন ধরে ছোট ও বড় পর্দায় ফারিণের সাবলীল অভিনয় দেখে অভ্যস্ত দর্শকেরা। এবার তার সুরেলা কণ্ঠ শুনে রীতিমতো চমকে গেছেন তারা। অভিনয়ের জাদুর পর গানের গলাতেও যে তিনি এতটা পারদর্শী, তা যেন বিশ্বাসই হতে চাইছে না অনেকের। অভিনেত্রী ফারিণের এমন গায়কিতে শ্রোতামহলে ব্যাপক উচ্ছ্বাসের পাশাপাশি বিস্ময়ও তৈরি হয়েছে।

এক নেটিজেন লিখেছেন, এটা ফারিণের নিজের কণ্ঠের গান! বিশ্বাসই হচ্ছে না।আরেকজন প্রশংসা করে লিখেছেন, অপূর্ব সুন্দর, গানটা অনেক ভালো হয়েছে। কারও বিস্ময়মাখা মন্তব্য, সত্যিই! ফারিণ এত সুন্দর গান করেন! আবার গানের শিরোনামের সঙ্গে মিলিয়ে এক ভক্ত লিখেছেন, আপনার কণ্ঠে তো আমাদের মন গলে গেল!’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুখবর দিলেন শিহাব শাহীন
সুখবর দিলেন শিহাব শাহীন
দ্বীনের পথে চলবেন পোস্ট দিয়ে ডিলিট করলেন নায়িকা, ঘটনা কী!
দ্বীনের পথে চলবেন পোস্ট দিয়ে ডিলিট করলেন নায়িকা, ঘটনা কী!
সৌদি আরবের সিনেমা উৎসবে ঐশ্বরিয়া রাই
সৌদি আরবের সিনেমা উৎসবে ঐশ্বরিয়া রাই
জোভান ও তটিনী জুটির হৃদয় গভীরে
জোভান ও তটিনী জুটির হৃদয় গভীরে