
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিয়েছেন প্রিয়া নামক এক নারী।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ২১২ নম্বর ওয়ার্ডে তিনজন ছেলে ও তিনজন মেয়ের জন্ম দেন তিনি। বাংলাদেশে একসঙ্গে এত সন্তান জন্ম দেওয়া বিরল ঘটনা হলেও অতীতে কয়েকবার এ ধরনের ঘটনা ঘটেছে।
ওজন কম হওয়ায় তিনজনকে ঢাকা মেডিকেলের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) স্থানান্তর করা হয়েছে। বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে।
হাসপাতালের এক চিকিৎসক গণমাধ্যমকে বলেন, "মা বর্তমানে শারীরিকভাবে স্থিতিশীল আছেন। তবে নবজাতকদের নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। একসঙ্গে এতগুলো শিশুর জন্ম অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে জন্মের সময় ওজন কম থাকলে তাদের বেঁচে থাকার সম্ভাবনা প্রাথমিকভাবে অনিশ্চিত হয়ে পড়ে। তাই তাদের জন্য পরবর্তী ৭২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
পরিবারের সদস্যরা জানান, হঠাৎ করে ছয় সন্তানের জন্মে তারা আনন্দিত হলেও নবজাতকদের সুস্থতা নিয়ে উদ্বিগ্ন।
মন্তব্য করুন