
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
বুধবার (৩ ডিসেম্বর) রাত পৌনে ৭টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
অন্য তিনজন হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। নিয়ম অনুযায়ী, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্তের পর প্রতিবেদন চিফ প্রসিকিউটর কার্যালয় বা প্রসিকিউশনে প্রতিবেদন দাখিল করে। পরে প্রসিকিউশন তা যাচাই-বাছাই করে আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে জমা দেয়।
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আনিসুল হক, সালমান এফ রহমান, সজীব ওয়াজেদ জয় ও পলকের বিরুদ্ধে দীর্ঘ তদন্ত শেষে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। শিগগিরই ফরমাল চার্জ আকারে দাখিল করা হতে পারে বলে জানিয়েছে প্রসিকিউশন সূত্র।
বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন একসময়ের প্রতাপশালী মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। আনিসুল, সালমান ও পলক জেলে থাকলেও বিদেশে রয়েছেন হাসিনাপুত্র জয়। যদিও সম্প্রতি দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে আদালতে সাজা পেয়েছেন তিনি।
মন্তব্য করুন