প্রতিদিন টুথপেষ্ট দিয়ে দাত ব্রাশ করার পরও মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়? আছে সমাধান নিঃশ্বাসের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে টানা দুইমাস নিয়মিত দুই কোয়া করে কমলালেবু খান।
জ্বর হলে ইয়োগার্ট খেলে আরামবোধ হয়। সাথে মধুও খেতে পারেন।
স্ট্রোক প্রতিরোধে চা খাওয়ার অভ্যাস ভালো কাজ দেয়। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে নিয়মিত চা খেলে ধমনীর গায়ে ফ্যাট জমতে পারে না। ফলে ঝুঁকি কমে আসে অনেকখানি।
অনিদ্রার সমস্যায় যারা ভুগছেন তারা রাতে মধু খাওয়ার অভ্যাস করুন।
হাঁপানিতে পেঁয়াজ খাওয়া ভালো। শ্বাসনালীর সংকোচন রোধে ইতিবাচক ভূমিকা রাখে।
পেটের পীড়ায় খেতে পারেন কলা। আদা খাওয়াও ভালো। আদা মর্নিং সিকনেস এবং বমি বমিভাব দূর করে।