বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

জেনে রাখা ভালো

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৩:০৬ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৩:১১ পিএম
  • প্রতিদিন টুথপেষ্ট দিয়ে দাত ব্রাশ করার পরও মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়? আছে সমাধান নিঃশ্বাসের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে টানা দুইমাস নিয়মিত দুই কোয়া করে কমলালেবু খান।

  • জ্বর হলে ইয়োগার্ট খেলে আরামবোধ হয়। সাথে মধুও খেতে পারেন।

  • স্ট্রোক প্রতিরোধে চা খাওয়ার অভ্যাস ভালো কাজ দেয়। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে নিয়মিত চা খেলে ধমনীর গায়ে ফ্যাট জমতে পারে না। ফলে ঝুঁকি কমে আসে অনেকখানি।

  • অনিদ্রার সমস্যায় যারা ভুগছেন তারা রাতে মধু খাওয়ার অভ্যাস করুন।

  • হাঁপানিতে পেঁয়াজ খাওয়া ভালো। শ্বাসনালীর সংকোচন রোধে ইতিবাচক ভূমিকা রাখে।

  • পেটের পীড়ায় খেতে পারেন কলা। আদা খাওয়াও ভালো। আদা মর্নিং সিকনেস এবং বমি বমিভাব দূর করে।

  • ঠান্ডা লাগলে রসুন খান।

  • লবঙ্গ আর লেবু কেটে রুমে রাখলে মশা দূরে থাকে।

  • কাঁচা দুধে তুলা ভিজিয়ে ঠোটে ঘষুন। কালো দাগ তো উঠবেই সাথে ঠোঁটে গোলাপী ভাব আসবে।

  • কনুইয়ের কালো দাগ দূর করতে লেবুর খোসায় চিনি দিয়ে ভালো করে ঘষুন। চলে যাবে।

  • ব্রনের উপর অল্প করে রসুনের কোঁয়া ঘষে নিন, তাড়াতাড়ি মিলিয়ে যাবে।

  • জামায় তেল বা ঘি লাগলে, সে জায়গাটায় ট্যালকম পাউডার বা কর্নফ্লাওয়ার ছিটিয়ে কিছুক্ষণ রেখে ধুলে দাগ উঠে যায়।

  • কাপড়ে লেবুর রস ও লবণ দিয়ে ঘষলে হলদেটে দাগ দূর হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিকেলের নাস্তায় মজাদার পালংশাকের লুচি
বিকেলের নাস্তায় মজাদার পালংশাকের লুচি
যেভাবে আয়নার দাগ দূর করবেন
যেভাবে আয়নার দাগ দূর করবেন
গলা ব্যথায় এড়িয়ে যাবেন যেসব খাবার
গলা ব্যথায় এড়িয়ে যাবেন যেসব খাবার
ইসবগুলের পুষ্টিগুণ ও উপকারিতা
ইসবগুলের পুষ্টিগুণ ও উপকারিতা