
		পিন্টু মুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এবং লালবাগ থানা বিএনপির ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি সাঈদ হোসেন সোহেলের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লালবাগের ৬০ নম্বর আব্দুল আজিজ লেনের বাসভবনে কুরআন খতম ও দোয়া মাহফিল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুব-বিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলীর শেখ সাহেব বাজারের বাসভবনে দোয়া ও আলোচনার আয়োজন করা হয়।
আলোচনায় মীর নেওয়াজ আলী সাঈদ হোসেন সোহেলের মৃত্যুর জন্য ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে দায়ী করে বলেন, “শতাধিক মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে আটক রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। এর ফলেই কারাগারে সাঈদ হোসেন সোহেল অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে বাধ্য হন।”
এদিকে লালবাগে বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডের মসজিদে দোয়ার আয়োজন করা হয়।
মন্তব্য করুন