মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

জাপার নতুন মহাসচিব হলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৮:০৯ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) নতুন মহাসচিব হিসেবে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে নিয়োগ দিয়েছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সোমবার (৭ জুলাই ২০২৫) দলীয় চেয়ারম্যানের স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। একইসঙ্গে সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দলটির অভ্যন্তরে সম্প্রতি নেতৃত্ব ও জাতীয় সম্মেলনকে ঘিরে তীব্র বিরোধের সৃষ্টি হয়। কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদারসহ একাধিক সিনিয়র নেতা সম্মেলনের প্রস্তুতি নিতে থাকলে, জি এম কাদের সেটি স্থগিত করেন। এ নিয়ে দলের মধ্যে দ্বন্দ্ব আরও গভীর হয়। এমন পরিস্থিতিতে নেতৃত্বে পরিবর্তন এনে স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই নতুন মহাসচিব নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

শামীম হায়দার পাটোয়ারী ২৫ সেপ্টেম্বর ১৯৮১ সালে গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি গাইবান্ধা-১ আসনের সাবেক সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন, এছাড়া তিনি জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের উপদেষ্টা ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যানের সাংগঠনিক ক্ষমতা অনুযায়ী এই পদে পরিবর্তন আনা হয়েছে এবং শিগগিরই নতুন মহাসচিব দলের কার্যক্রমে গতি আনতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। এখন দেখার বিষয়, এই সিদ্ধান্ত জাতীয় পার্টিকে দলীয় ঐক্যের দিকে নিয়ে যেতে পারে কি না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির মাদারীপুর-১ আসন, মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত
বিএনপির মাদারীপুর-১ আসন, মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত
ইশরাক মনোনয়ন পাওয়ায় যা বললেন বাগদত্তা নুসরাত
ইশরাক মনোনয়ন পাওয়ায় যা বললেন বাগদত্তা নুসরাত
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!