
		লালবাগ থানার ২৪ নাম্বার ওয়ার্ড যুব দলের সাবেক সভাপতি চান মিয়াকে চাঁদাবাজীর অভিযোগে আটক করেছে সেনা সদস্যর। লালবাগ থানাধীন বেড়িবাঁধের ঘোড়া পট্টিতে সরকারী যায়গা দখল করে রিকশার তৈরীর গ্যারেজ ভাড়া দিয়ে আসছিলো।
এছাড়া ওই এলাকায় সরকারি জায়গার বিভিন্ন দোকানপাট হতে গত ৫ আগষ্ট শেখ হাসিনার সরকারের পতনের পর হতেই এলাকায় আধিপত্য বিস্তার করে এলাকার নিরীহ মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিলো।
এমন অভিযোগের প্রেক্ষিতে গত রাতে আজিমপুর সেনা ক্যাম্পের একটি টহল দল এই সাবেক যুবদল সভাপতি চান মিয়া কে শহীদ নগর তিন নাম্বার গলি থেকে আটক করে। পরে তাকে লালবাগ থানায় সোপর্দ করা হয়।
উল্লেখ্য বর্তমানে চান মিয়ার কোন পদ পজিশন না থাকলে সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন খোকনের অনুসারী হিসেবেই এলাকায় পরিচিত।
মন্তব্য করুন