
		‘গোল্ডেন গার্ল’ খ্যাত বাংলাদেশ জাতীয় নারী দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমার মা ভূজোপতি চাকমা মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত। তবে, অর্থের অভাবে থমকে গেছে ঋতুপর্ণা চাকমার মায়ের চিকিৎসা।
এই খবর জানতে পেরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় ঋতুপর্ণা চাকমার পরিবারের সঙ্গে দেখা করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (৯ই জুলাই) সকালে রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম মগাছড়িতে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’- এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে ঋতুপর্ণা চাকমার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি।
এ সময় ঋতুপর্ণা চাকমার পরিবারের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন রুহুল কবির রিজভী। এছাড়া, তারেক রহমানের পক্ষ থেকে ঋতুপর্ণা চাকমার মা ভূজোপতি চাকমার হাতে চিকিৎসা সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি তাদের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন রুহুল কবির রিজভী। ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।
আরও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রাজীব জাফর চৌধুরী ও জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন।
মন্তব্য করুন