
		সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আদালতের নির্দেশে এ ক্রোকাদেশ কার্যকর করা হয়েছে।
সিআইডির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোলাম দস্তগীর গাজী জোরপূর্বক জমি দখল, কমিশন গ্রহণ, জালিয়াতি, প্রতারণা, হুন্ডি, আন্ডার ইনভয়েস ও ওভার ইনভয়েসের মতো বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন। এ অভিযোগের প্রেক্ষিতেই তার স্থাবর সম্পত্তি ক্রোক করা হয়।
জব্দকৃত সম্পত্তির মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রায় ৪৮৭৯.৯২ শতাংশ জমি, যার দলিল মূল্য প্রায় ১৬ কোটি ৫২ লাখ ৮৪ হাজার টাকা। এই জমির ওপর গড়ে উঠেছে গাজী টায়ারস কারখানা এবং বিভিন্ন বাণিজ্যিক অবকাঠামো। এসব স্থাপনা মিলিয়ে সম্পদের বাজারমূল্য প্রায় ৪০০ কোটি টাকা বলে সিআইডি জানিয়েছে।
তদন্তে জানা গেছে, ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে এই সম্পদ অর্জন করেছেন গোলাম দস্তগীর গাজী। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের আবেদনের ভিত্তিতে গত ৮ জুলাই ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত এই সম্পত্তি ক্রোকের আদেশ দেন।
সিআইডি আরও জানিয়েছে, গোলাম দস্তগীর গাজী, তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং তার সঙ্গে জড়িত একাধিক ব্যক্তির বিরুদ্ধে মানি লন্ডারিং ও বিদেশে অর্থ পাচারের অভিযোগেও তদন্ত চলছে। এ বিষয়ে বিভিন্ন সংস্থার কাছে তথ্য-উপাত্ত চাওয়া হয়েছে এবং প্রমাণের ভিত্তিতে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
মন্তব্য করুন