
		বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আওয়ামী অপশাসনের বিরুদ্ধে জুলাই আন্দোলন কোন দল বা ব্যক্তির একক নয়, এটি সবার। সবাইকে দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে এবং দেশের জন্য কাজ করতে হবে।
রিয়ার অ্যাডমিরাল মাহবুবুর রহমান খানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ৬ আগস্ট বুধবার লন্ডনে রয়েল রিজেন্সিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তারেক রহমান এ কথা বলেন। এ সময় শহীদদের আত্মত্যাগে পাওয়া ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে আহ্বানও জানান তিনি।
মাহবুবুর রহমান খান স্মৃতি সংসদ আয়োজিত এই অনুষ্ঠানে স্বৈরাচার মুক্তির আন্দোলনে সারাবিশ্বের বাংলাদেশি প্রবাসীদের ভূমিকার প্রশংসা করে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারেক রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. জুবাইদা রহমান ও লন্ডন বিএনপির নেতাকর্মীরা।
এদিকে দলের যুগপৎ আন্দোলনের মিত্র ১২-দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল ৮ আগষ্ট শুক্রবার বেলা ৩টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বৈঠকে। ৬ আগষ্ট বুধবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে ১২-দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এ তথ্য জানান।
মন্তব্য করুন