মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বিএনপি নেতা ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ, সেনা মোতায়েন

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৩:৫৭ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৪:০১ পিএম

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তার বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ছাত্র-জনতা।

সোমবার (২৪ আগস্ট) সরেজমিন দেখা যায়, রাস্তায় ব্যানার বিছিয়ে বসে আছেন কয়েকজন। মাঝে মাঝে ফজলুর রহমানকে গ্রেফতারের দাবিতে স্লোগান দিচ্ছেন। পাশেই সেনা ও পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন।

জানা গেছে, রবিবার (২৪ আগস্ট) মধ্যরাত থেকে কয়েকজন ছাত্র-জনতা ব্যানার বিছিয়ে রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ফজলুর রহমানের গ্রেফতারের দাবিতে স্লোগান দেন।

এক বিক্ষোভকারী বলেন, ‘বিএনপি নেতা ফজলুর রহমান আমাদের কালো শক্তি বলেছেন, রাজাকারের সন্তান বলেছেন। তিনি দাবি করেছেন, আমরা ২৪-এ শুধু অভিনয় করছি। তাই আজ আমরা তার গ্রেফতারের অভিনয়ও দেখাব।’

ডিএমপির রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, ‘সকালে জুলাই আন্দোলন করা কিছু লোক ফজলুর রহমানের বাসার সামনে অবস্থান নেয়। আমাদের পুলিশ সদস্যরা সেখানে গিয়েছেন। পুলিশ তাদের সঙ্গে কথা বলছে।’

এর আগে রবিবার জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য’ দেয়ার অভিযোগে বিএনপি থেকে ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির মাদারীপুর-১ আসন, মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত
বিএনপির মাদারীপুর-১ আসন, মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত
ইশরাক মনোনয়ন পাওয়ায় যা বললেন বাগদত্তা নুসরাত
ইশরাক মনোনয়ন পাওয়ায় যা বললেন বাগদত্তা নুসরাত
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!