
		বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে সাভারে মাস ব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বিএনপি নেতা কর্মীসহ দুই শতাধিক স্বেচ্ছাসেবক এ কর্মসূচির অংশ নিয়েছেন। আজ রবিবার দুপুরে সাভার উপজেলা চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ এর বিএনপির সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
কর্মসূচি উদ্বোধন করে বিএনপি নেতা ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে কর্মসূচির অংশ হিসেবে সাভারে বিভিন্ন জনবান্ধব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, আজ থেকে সাভারের বিভিন্ন পয়েন্টে ময়লা আবর্জনা পরিষ্কারসহ সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা শুরু হল। যা চলবে আগামী এক মাস। এদিকে বিএনপির এমন সামাজিক উন্নয়নমুলক কর্মকান্ডকে সাধুবাদ জানিয়েছেন সাভারবাসী।
মন্তব্য করুন