
		দলের নেতৃত্ব দেয়ার পাশাপাশি বিভিন্ন মানবিক কাজের জন্যও বেশ প্রশংসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই ধারাবাহিকতায় গোলাপী নামে এক অসহায় বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন তিনি। জানা যায় সম্প্রতি মিডিয়ায় প্রকাশ হয় শাহবাগের বৃদ্ধা গোলাপীর সংবাদ।
এরপরই গোলাপীর পাশে দাঁড়ালেন তারেক রহমান। তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে সেই গোলাপীকে নগদ অর্থ প্রদান ও গলার চিকিৎসার উদ্যোগ নেয়া হয়েছে। এমন সহায়তা পেয়ে আবেগাপ্লুত বৃদ্ধা গোলাপী। তিনি বলেন বলেন, আমার কেউ নাই। আমাকে কোনো নেতা কোনো দিন সহযোগিতা করেননি। আমি দোয়া করি, আমার মাথায় যত চুল আছে তারেক রহমান ততদিন বেঁচে থাকুক। এ সময় তিনি তারেক রহমানের সঙ্গে কথা বলার ইচ্ছাও পোষণ করেন। এরপর গোলাপীর পাশে দাঁড়ালেন তারেক রহমান।
জানা গেছে আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) গোলাপী বেগমের গলায় অপারেশন সম্পন্ন হয়েছে। অপারেশনের পরে বৃদ্ধা গোলাপী বেগমের বিষয়ে খোঁজখবর নিতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। এসময় তিনি সংশ্লিষ্ট ডাক্তারের সাথে কথা বলেন এবং সফল ভাবে অপারেশনের জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষে ধন্যবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মুস্তাকিম বিল্লাহ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেতা সরকার সেতু, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।
প্রসঙ্গত কিছুদিন আগে ‘তারেক রহমানের প্রতি ভালোবাসা থেকেই তাঁর বক্তব্য শোনেন গোলাপী’ শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ হয়। ওই প্রতিবেদনে দেখা যায়, ছাত্রদলের সমাবেশে তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন। এ সময় তাঁর বক্তব্য গভীর মনযোগে শুনছিলেন গোলাপী। অনেক নেতাকর্মী যখন ছবি তোলায় ব্যস্ত, তখন তিনি হাসিমুখে স্ক্রিনের সামনে বসে উপভোগ করছিলেন প্রধান অতিথির বক্তব্য।
তখন গোলাপী জানিয়েছিলেন, বিএনপি ও তারেক রহমানের প্রতি ভালোবাসা থেকে তাঁর এই আগমন। তার চাওয়া দেশ-জাতির পাশাপাশি ছিন্নমূল মানুষের জন্য কাজ করবেন তারেক রহমান। তিনি আরো বলেন, তারেক রহমান যেন আমাদের দুঃখ-কষ্ট বোঝেন। আমরা যাতে চলে-ফিরে খেয়ে বাঁচতে পারি সেই ব্যবস্থা যেন করে দেন। কাজকর্ম করে রাতে কয়টা ডালভাত পোলাপান নিয়ে খেয়ে থাকতে পারি সেই ব্যবস্থা যেন করেন। দেখি এই নেতা আমাদের দেখেন কি না।’
সে সময় অশ্রুশিক্ত চোখে গলার চিকিৎসার দায়িত্ব নেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘নেতা যদি আমার গলার অপারেশনটা করে দেন, হাসপাতাল চিকিৎসা করতে ৮০ হাজার টাকা চায়।’ ▫️
মন্তব্য করুন