মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

পিআর পদ্ধতি সমর্থন করে না ইসলাম: বিএনপি

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৫ পিএম

‘পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি অসাংবিধানিক, ইসলাম পিআর পদ্ধতি সমর্থন করে না’ বলে মন্তব্য করেছেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং বাগেরহাট-৩ আসন থেকে বিএনপি মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মোরেলগঞ্জ পৌর শহরের একটি মসজিদে জুমআর নামাজ পরবর্তী বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

খায়রুজ্জাম লিটন বলেন, যারা পিআর পদ্ধতি নিয়ে ক্ষমতায় আসতে চায় তাদের নিজ নিজ এলাকায় জনসমর্থন তলানিতে। তাই কিছু ধর্মভিত্তিক দল পিআর পদ্ধতি নিয়ে তালবাহানা করে ফেব্রুয়ারীর নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। দেশের মানুষ পিআর পদ্ধতি কি, বোঝে না এবং এটা সাধারণ মানুষ মেনে নিবে না বলেও জানান তিনি।

বাগেরেহাটের এ বিএনপি নেতা বলেন, প্রায় দুই যুগ ধরে এ জনপদের মানুষ এবং বিএনপি নেতাকর্মীদের পাশে থেকেছি, আমি বাগেরহাট-৪ আসন থেকে দুইবার বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছি। এবারও আশা করছি বিএনপি আমাকে এই আসনে দলীয় প্রতীক দিবে।

এসময় উপস্থিত ছিলেন— মোরেলগঞ্জ উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক রাসেল আল ইসলাম-সহ স্থানীয় বিএনপির নেতকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির মাদারীপুর-১ আসন, মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত
বিএনপির মাদারীপুর-১ আসন, মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত
ইশরাক মনোনয়ন পাওয়ায় যা বললেন বাগদত্তা নুসরাত
ইশরাক মনোনয়ন পাওয়ায় যা বললেন বাগদত্তা নুসরাত
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!