
		জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মাহিন সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দলটি। এখন থেকে তিনি আগের পদ যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে মাহিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও স্বপদে বহাল করা হয়।
চিঠিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এর নির্দেশক্রমে জনাব মাহিন সরকারকে বহিষ্কার আদেশ প্রত্যাহার করে স্ব-পদ ও দায়িত্বে পুনরায় বহাল করা হলো।
এরপর রাাতে মাহিন সরকার তার ফেসবুক পেজে এক পোস্টে চিঠিটি পোস্ট করে ক্যাপশনে লিখেন— ‘ইনশাআল্লাহ আমি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবো।’
এর আগে ১৮ আগস্ট এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার করা হয়েছিল।
মন্তব্য করুন