
		অন্তর্বর্তী সরকারের ‘আস্থাভাজন’ তিনটি রাজনৈতিক দলকে জুলাই সনদ বাস্তবায়নে সহযোগিতার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন আসুন ইগো’ পরিহার করে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হই। আজ রোববার বৈশাখী টেলিভিশনের সঙ্গে আলাপচারিতায় তিনি এ আহ্বান জানান।
এবি পার্টির চেয়ারম্যান বলেন, সরকারের আস্থাভাজন তিনটি দলের ‘ইগো (অহংবোধ)’ ঐকমত্যের পথে অন্তরায় সৃষ্টি করছে। তিনি বলেন, বিএনপি সবচেয়ে বড় দল, তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল এবং লম্বা সময় ধরে নির্যাতন-নিপীড়ন সয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তাদের মতো অভিজ্ঞ দল দ্বিতীয়টি নেই; এটা তাদের ইগো।
জামায়াত সবচেয়ে সুসংগঠিত দল, চরম দমন-নিপীড়ন সয়েও তারা হাল ছাড়েনি, এই মুহূর্তে তাদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা ঊর্ধ্বমুখী; এটা হলো জামায়াতের ইগো। তিনি ইগো পরিহারের আহ্বান জানান।
মন্তব্য করুন