মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ আসনে মনোনীত হলেন যারা

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১০:২২ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

দলটির ঘোষিত তালিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি আসনের মধ্যে চারটিতে প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। বাকি দুটি আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি।

ঘোষিত তালিকা অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে মনোনয়ন পেয়েছেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মুশফিকুর রহমান ,ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে মনোনয়ন পেয়েছেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান।

তবে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন উঠেছে, দলটি যুগপৎ আন্দোলনের শরীকদের জন্য এ দুটি আসন ছেড়ে দিচ্ছে। এর মধ্যে, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি মনোনয়ন পাচ্ছেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন বলেন, জেলায় ৪টি আসনে প্রাথমিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। সব আসনেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সিদ্ধান্তই দলের চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে।

এদিকে, বিএনপির এই প্রার্থী ঘোষণা তালিকায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার নাম না থাকায় নেটিজেনরা নানান রকমের আলোচনা-সমালোচনা করছে। এই ঘোষণাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় রাজনৈতিক তৎপরতা নতুন গতি পেয়েছে। জেলা বিএনপির নেতাকর্মীরা ইতোমধ্যেই মনোনীত প্রার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সরাসরি অভিনন্দন জানাতে শুরু করেছেন এবং নির্বাচনী প্রস্তুতিতে নেমে পড়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির দুঃসময়ের সাথী, স্বৈরাচারের জম রুমিন ফারহানা আপা: হিরো আলম
বিএনপির মাদারীপুর-১ আসন, মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত
বিএনপির মাদারীপুর-১ আসন, মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত
ইশরাক মনোনয়ন পাওয়ায় যা বললেন বাগদত্তা নুসরাত
ইশরাক মনোনয়ন পাওয়ায় যা বললেন বাগদত্তা নুসরাত
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!
ঢাকা-১২ আসনের প্রার্থী হতে যাচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া!