
		আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুইটি আসনে বিএনপির একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। চুয়াডাঙ্গা-১ (সদর ও আলমডাঙ্গা) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ এবং চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা ও জীবননগর) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি, উপ-কোষাধ্যক্ষ ও বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
আজ সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শেষ মুহূর্তের যাচাই-বাছাই ও আলোচনার পর স্থায়ী কমিটি প্রথম ধাপের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার পর চুয়াডাঙ্গা জেলাজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে।
চুয়াডাঙ্গা-১ আসনের মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফকে দেখা গেছে নেতা-কর্মীদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করতে। পরে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করেন।
মন্তব্য করুন