
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার খরস্রোতা চেল্লাখালী নদীতে পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়েছে হুমায়ুন নামে দশ বছর বয়সী এক শিশু। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চেল্লাখালী নদীর বুরুঙ্গা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ হুমায়ুন বুরুঙ্গা গ্রামের দুলাল মিয়ার ছেলে এবং বুরুঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। নিখোঁজের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ভারি বর্ষণ ও উজান থেকে তীব্র স্রোতে আজ বৃহস্পতিবার চেল্লাখালী নদীতে পাহাড়ি ঢল নামে। ঢলের সাথে পাহাড় থেকে ভেসে আসা লাকড়ি ধরতে দুপুরে বুরুঙ্গা ব্রিজের দক্ষিণ-পশ্চিম পাশ দিয়ে নদীতে নামে হুমায়ন ও সমবয়সী চাচাতো ভাই আতিক হাসান।
এসময় স্রোতের টানে ডুবে নিখোঁজ হয় হুমায়ন। পরে খবর পেয়ে জামালপুর থেকে ডুবুরি দল এসে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে উদ্ধার কার্যক্রম স্থগিত করে ফিরে যায়।জামালপুর ফায়ার সার্ভিসের টিমলিডার আজহারুল ইসলাম জানান, তীব্র স্রোতের কারণে উদ্ধার কার্যক্রম ব্যহত হওয়ায় নিখোঁজ হুমায়ুনকে উদ্ধার করা সম্ভব হয়নি।
মন্তব্য করুন