
খাগড়াছড়ির গুইমারায় সাম্প্রদায়িক দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ সহায়তা দিয়েছে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম হলরুমে পুনর্বাসন কার্যক্রম শুরু হয়। এসময় ৯৭ পরিবারকে চেক হস্তান্তর করা হয়।
এতে সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ হাজার, নিহতের পরিবারকে ২ লাখ ও আহতদের ১৫ হাজার করে, মোট ২৭ লাখ ৩৫ হাজার টাকার চেক বিতরণ করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখাইরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা ওখাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরিফিন জুয়েল।
এদিকে রামসু বাজারে ক্ষতিগ্রস্ত ৯৭ পরিবারকে পুনর্বাসনকালে বক্তারা বলেন, গুইমারার সম্প্রীতি ধরে রাখতে হবে। সবাই মিলে এই দেশকে এগিয়ে নিতে হবে।
মন্তব্য করুন