
চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসেবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এই উদ্যোগের অংশ হিসেবে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় চীন দূতাবাস এবং শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে ‘চীন-বাংলাদেশ নাট্য উৎসব’ এর আয়োজন করা হয়েছে। আগামীকাল ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত নাট্য উৎসব চলবে।
শিল্পকলা একাডেমি সুত্র জানায়- এই উৎসবে দুই দেশের বিশেষ পরিবেশনা ও নাট্য প্রদর্শনী হবে। প্রথমে চীনের কোয়ানঝো থেকে আসা একটি বিশেষ পারফর্মিং আর্ট গ্রুপ ৪০ মিনিটের পরিবেশনার মাধ্যমে উৎসবের উদ্বোধন করবেন। এরপর বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র প্রখ্যাত চায়না লেখক লু জুন-এর বিখ্যাত রচনা দ্যা ওয়াইজ ম্যান', দ্য ফুল এন্ড দ্যা স্লেভ' নাট্য রূপান্তর উপস্থাপন করবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান, চীন দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং এবং চীন ও বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ। শিল্পকলা একাডেমি সুত্রে জানা গেছে বিশেষ এই অনুষ্ঠানটি শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য সংরক্ষিত।
প্রসঙ্গত, এবছর চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক পঞ্চাশ বছরে পদার্পন করেছে। চীন-বাংলাদেশ সাংস্কৃতিক বিনিময় দ্বিপাক্ষিক সহযোগিতাকে এক নতুন উচ্চতায় আসীন করেছে। গতবছর থেকে চীনের উচ্চস্তরের সাংস্কৃতিক প্রতিনিধিদলের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান উদযাপনে নতুন মাত্রা যুক্ত হয়েছে। দুই দেশের একাধিক চুক্তিও স্বাক্ষর হয়েছে। ড্রোন-শো এবং শুভ চীনা নববর্ষ উদযাপনের মতো ব্যাপকভাবে প্রশংসিত অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়াও চীনে বাংলাদেশের সাংস্কৃতিক পেশাদারদের জন্য অ্যাক্রোবেটিক, ড্রোন প্রযুক্তি, চারুকলা, জাদুঘর অধ্যয়ন এবং গ্রন্থাগার বিজ্ঞানের মতো একাধিক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের মনোনীত ৩৫ জন প্রশিক্ষণার্থী ‘ট্রেইনিং কোর্স অন দ্যা প্রিজারভেশন এন্ড রেস্টোরেশন টেকনিকস অফ আর্টিস্টিক প্রোডাক্ট ফর বাংলাদেশ’ ও ‘সেমিনার অন অপারেশনাল ক্যাপাসিটি বিল্ডিং অফ বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম’ শীর্ষক প্রশিক্ষণ গ্রহণ করে দেশে ফিরেছেন। চীনের সাথে বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময় এভাবেই সম্প্রতির বন্ধন বেগমান করার জন্য এগিয়ে চলছে।
মন্তব্য করুন