
প্রথম সিনেমা দিয়েই আমিশা প্যাটেল বনে যান তরুণদের স্বপ্নের রানি। সম্প্রতি ৫০ বছরে পা দেয়া এ অভিনেত্রী থেকে গেছেন অবিবাহিত। তবে তিনি এখনও বিয়ের প্রস্তাব পান, এমনকী তাঁর অর্ধেক বয়েসী পুরুষদের কাছ থেকেও।
২০০০ সালে রাকেশ রোশনের সুপারহিট সিনেমা ‘কহো না পেয়ার হ্যায়’ দিয়ে তাঁর ও হৃতিক রোশনের অভিষেক হয়। এ সিনেমার জন্য ফিল্মফেয়ার পুরস্কারে সেরা নবাগত অভিনেত্রীর মনোনয়ন পান আমিশা। তবে ২০০৩ সাল থেকে ধীরে ধীরে গতিমন্থরতায় ভুগতে থাকে আমিশার ক্যারিয়ার। একের পর এক ছবি ফ্লপ হয়। অন্যদিকে সিনেমার বাইরে ব্যক্তিগত নানা বিতর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী।
সম্প্রতি ভারতে রণবীর এলাহাবাদিয়ার ইউটিউব চ্যানেলে একটি পডকাস্টে উপস্থিত হয়ে নিজের ব্যক্তিগত জীবন এবং অবিবাহিত থাকার কারণ সম্পর্কে খোলামেলা কথা বলেছেন ‘কহো না পেয়ার হ্যায়’ খ্যাত অভিনেত্রী। নিজের ইচ্ছাতেই বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
সেখানে আমিশা পাটেল জানিয়েছেন, স্কুলে ছেলেদের পেছনে ছুটে বেড়াতেন তিনি। যারা বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, তারা বিয়ের পর তাকে বাসায় থাকা এবং কাজ না করার কথা বলেছিলেন। যা একদমই ঠিক মনে হয়নি তার কাছে। তিনি বলেন, আমি ক্যারিয়ারের জন্য অনেক কিছু হারিয়েছি। আবার প্রেমের জন্যও অনেক কিছু হারিয়েছি। ক্যারিয়ারের জন্য উভয়ই ছেড়েছি এবং আমার কাছে মনে হয়, উভয় ক্ষেত্রেই শিখেছি আমি।
‘সিনেমায় অভিষেকের আগে একটি সিরিয়াস প্রেম ছিল’, এ বক্তব্য রেখে জানান, দক্ষিণ মুম্বাইয়ের একটি বড় পরিবারের ছেলে সে। একই ব্যাকগ্রাউন্ড ও শিক্ষা, পরিবারের পরিবেশও একই ছিল। সবই ঠিক ছিল, কিন্তু আমি সিনেমায় যোগ দেয়ার সিদ্ধান্ত নেয়ার পর সে চায়নি তার ভালোবাসার মানুষ জনসম্মুখে আসুক। তখন সিনেমার ক্যারিয়ারের জন্য ভালোবাসা ছাড়লাম।
এখনো বিয়ের ধারণায় আগ্রহী জানিয়ে ‘গদর’ খ্যাত এ অভিনেত্রী বলেন, ‘আমি বিয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত, যতক্ষণ না আমি উপযুক্ত কাউকে পাই। ওই যে বলে না ইচ্ছা থাকলেই উপায় হয়, আমি এখনো অনেক ধনী পরিবারের কাছ থেকে নানা ধরনের প্রস্তাব পাই। আমার বয়সের অর্ধেক বয়সী মানুষ আমাকে ডেটে নিয়ে যেতে চান এবং আমি এর জন্য উন্মুক্ত। কারণ একজন পুরুষকে মানসিকভাবে পরিপক্ক হতে হবে। আমি আমার চেয়ে বয়সে বড় অনেক মানুষের সঙ্গে দেখা করেছি যাদের বুদ্ধিমত্তা একটি মাছির মতো।’’
প্রসঙ্গত, ৫ বছরের বিরতির পর ২০২৩ সালে সানি দেওল ও উৎকর্ষ শর্মার সঙ্গে ‘গদর ২’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরেন আমিশা প্যাটেল। সিনেমাটি ব্লকবাস্টার হয়, বক্স অফিসে ৬৮৬ কোটি টাকা আয় করে। শেষবার ২০২৪ সালে ‘তওবা তেরা জলওয়া’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে।
মন্তব্য করুন