
গত দিনকয়েক ধরেই বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। সম্প্রতি কানাডা ট্যুরে গিয়েছেন মাধুরী দীক্ষিত। তার বেশ কয়েকটি স্টেজ শো রয়েছে। প্রথম শোয়ের দিন ৩ ঘণ্টা দেরিতে অনুষ্ঠানস্থলে পৌঁছান এই অভিনেত্রী। এ নিয়ে কটাক্ষের মুখে পড়েছেন তিনি। কেবল তাই নয়, এ অভিনেত্রীর পরবর্তী শো বয়কটেরও দাবি উঠেছে। অভিযোগ, অভিনেত্রীর দেরির কারণেই অনুষ্ঠানস্থলে তৈরি হয় বিশৃঙ্খলা। তবে আয়োজকদের দাবি, দেরির জন্য পুরোপুরি দায়ী মাধুরীর টিম। কিন্তু দর্শকদের ক্ষোভের মুখে পড়তে হয় মূলত অভিনেত্রীকেই। তাঁদের অনেকেই পরে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে লেখেন, “টাকা ও সময় দুই নষ্ট।” তারা প্রকাশ্যে মাধুরীর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানাতে থাকেন।
তবে বিতর্ক নিয়ে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে উল্টো টরন্টোবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাধুরী দীক্ষিত। ঘটনার তিন দিন পর নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি লেখেন, “টরন্টো থেকে ভালোবাসা পেয়েছি। ‘মিট অ্যান্ড গ্রিট’-এ আপনাদের সাড়া পেয়ে অভিভূত। এবার দেখা হবে নিউ জার্সি, শিকাগো ও নিউইয়র্কে।”
তার এই পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে নতুন করে সমালোচনার ঝড় ওঠেছে। অনেকেই মন্তব্য করেছেন, বিতর্কের চাপ কমাতেই তিনি এমন পোস্ট দিয়েছেন। কেউ কেউ এটিকে ‘শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা’ বলে কটাক্ষ করেছেন।
এছাড়া, মাধুরীর ব্যবহৃত ‘মিট অ্যান্ড গ্রিট’ শব্দ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন দর্শকরা। তাদের অভিযোগ, তারা প্রায় ৪০ হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন অভিনেত্রীর নৃত্য পরিবেশনা দেখার জন্য, কোনো সাধারণ সাক্ষাৎ বা আলাপচারিতা অনুষ্ঠানের জন্য নয়।
যদিও এখন পর্যন্ত মাধুরী বা তাঁর টিমের তরফে এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে টরন্টোর ঘটনার রেশ পেরিয়ে তিনি ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছেন।
এই অস্বস্তিকর পরিবেশ কি তাঁর আগামী কনসার্টের টিকিট বিক্রিতে প্রভাব ফেলতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।
মন্তব্য করুন