শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

নতুন ছবি নিয়ে ‘ভীষণ নার্ভাস’ জেনিফার লরেন্স !

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১১:৪৬ এএম
জেনিফার লরেন্স
জেনিফার লরেন্স

দুই মহাতারকা জেনিফার লরেন্স এবং রবার্ট প্যাটিনসন-কে এক ফ্রেমে দেখার উত্তেজনায় এখন সরগরম ইন্টারনেট। হলিউডের দুই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘দ্য হাঙ্গার গেমস’ এর ক্যাটনিস এভারডিন এবং ‘টোয়াইলাইট’ এর এডওয়ার্ড কালেন অর্থাৎ দুই সিরিজের প্রধান চরিত্র এবার একসঙ্গে পর্দায় আসছেন ‘ডাই মাই লাভ’ছবিতে। তবে এই উন্মাদনা নিয়ে কিছুটা চিন্তিত অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স।

সম্প্রতি জিমি ফ্যালনের টক শো ‘দ্য টুনাইট শো স্টার রিং জিমি ফ্যালন’এ এসে জেনিফার লরেন্স স্বীকার করেন, তিনি ভীষণ নার্ভাস।শো এর সঞ্চালক জিমি ফ্যালন যখন বলেন, ‘ক্যাটনিস আর এডওয়ার্ড একসঙ্গে সিনেমায়আসছে- এই নিয়ে পুরো ইন্টারনেট পাগল’, তখন জেনিফার সঙ্গে সঙ্গে ভক্তদের সতর্ক করে দেন।

তিনি বলেন, ‘আমি ভীষণ নার্ভাস এই ভেবে যে, মানুষ ভেবে নেবে এটি ক্যাটনিস এবং এডওয়ার্ডের কোনো ফ্যানফিক এবং তারা হলে দৌড়ে যাবে। কিন্তু এটি মোটেও তা নয়’।জেনিফার আরও ব্যাখ্যা করেন, ছবিটি ফ্যানফিক নয় বরং এটি ‘খুব স্বকীয়, কাব্যিক শিল্পকর্ম’। তিনি আশঙ্কা করছেন, ভক্তরা যদি রোম্যান্টিক ফ্যানফিক ভেবে ছবিটি দেখতে যান তবে তারা হতাশ হবেন এবং তার উপর রেগে যেতে পারেন।

‘ডাই মাই লাভ’ ছবিতে জেনিফার লরেন্সকে দেখা যাবে গ্রেস চরিত্রে, যিনি তার সঙ্গী জ্যাকসনের (রবার্ট প্যাটিনসন) সাথে গ্রামীণ আমেরিকায় চলে আসেন এবং ধীরে ধীরে মানসিক বিকারের শিকার হন। এটি একটি সংকটপূর্ণ দম্পতির গল্প।যদিও এই ছবির সেটে আসার আগে জেনিফার লরেন্স এবং রবার্ট প্যাটিনসনের কখনো দেখা হয় নি, তবে সহ-অভিনেতা হিসেবে প্যাটিনসনকে তিনি খুব পছন্দ করেছেন। জেনিফার জানান, ‘আমি দেখে দারুণভাবে স্বস্তি পেয়েছিলাম সে ঠিক যেমনটা ভেবেছিলাম, ঠিক তেমনই’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোজ গোমূত্র পান করেন অক্ষয় কুমার!
রোজ গোমূত্র পান করেন অক্ষয় কুমার!
পুত্র সন্তানের মা হলেন ক্যাটরিনা কাইফ
পুত্র সন্তানের মা হলেন ক্যাটরিনা কাইফ
বিতর্কের মধ্যেই যা বললেন মাধুরী
বিতর্কের মধ্যেই যা বললেন মাধুরী
অবশেষে বড় পর্দায় আসছে  ‘মাইকেল’
অবশেষে বড় পর্দায় আসছে ‘মাইকেল’