শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

অবশেষে বড় পর্দায় আসছে ‘মাইকেল’

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১১:৫৭ এএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ১২:০৭ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের নৃত্যশিল্পী, গীতিকার ও পপ তারকা মাইকেল জ্যাকসন―যাকে আট থেকে আশি পর্যন্ত প্রায় সবাই চেনেন। যিনি শুধু একজন সংগীত তারকা নন, ছিলেন বিংশ শতাব্দির অন্যতম একজন আলোচিত ব্যক্তি। প্রায় চার দশকের মিউজিক্যাল ক্যারিয়ারে নিজের দক্ষতার যেমন প্রমাণ দিয়েছেন, তেমনই বিতর্কেও জড়িয়েছেন বহুবার।

আলোচিত-সমালোচিত এই তারকা ২০০৯ সালের ২৫ জুন না ফেরার দেশ পাড়ি জমান। আর এমন প্রয়াত কিংবদন্তি তারকাকে নিয়ে বায়োপিক নির্মাণ হবে না, তা কি কখনো হয়? আগামী বছরের ২৪ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে তার জীবনভিত্তিক সিনেমা ‘মাইকেল’। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সিনেমাটির প্রথম টিজার প্রকাশ্যে এসেছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তোলপাড়, যা পুরোনো উন্মাদনাকে জাগিয়ে তুলেছে।

অফিসিয়াল এই টিজারটি প্রকাশ করেছে লায়নসগেট মুভিজ এবং মুক্তির পরপরই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ভক্তরা ধারণা করছেন, আসছে বছরে এটি হতে পারে সবচেয়ে আলোচিত বায়োপিকগুলোর মধ্যে অন্যতম। নির্মাতা অ্যান্টোইন ফুকোয়ার ভাষ্য অনুযায়ী, ‘মাইকেল’ শুধু একজন শিল্পীর সাফল্য নয়; তার জীবন, সংগ্রাম, উত্তরাধিকার এবং মানসিক যাত্রার গল্পও তুলে ধরবে। জ্যাকসন ফাইভ থেকে শুরু করে বৈশ্বিক তারকা হয়ে ওঠা পর্যন্ত মাইকেলের সংগীতজীবনের পাশাপাশি মঞ্চের বাইরের অজানা দিকগুলোও এতে উঠে আসবে।

এই সিনেমার সবচেয়ে বড় চমক হলো, এতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। ট্রেলারে তাকে দেখা গেছে বিখ্যাত ‘মুনওয়াক’, ‘থ্রিলার’ নাচ এবং স্টেজ পারফরম্যান্সগুলো অবিকলভাবে পুনরায় ফুটিয়ে তুলতে। দর্শকরা বলছেন, ‘রক্তও কথা বলে’। জাফারের বডি ল্যাঙ্গুয়েজ, পোশাক ও স্টেপে যেন মাইকেল জ্যাকসন নিজেই জীবন্ত হয়ে উঠেছেন।

টিজারের শুরুটাও দারুণ নাটকীয়। হেডফোনে সংগীতে নিমগ্ন মাইকেলের দৃশ্যটি মন কেড়ে নেয়। এরপর ভেসে আসে কিংবদন্তি প্রযোজক কোয়েন্সি জোন্সের কণ্ঠ, “আমি জানি তুমি অনেকদিন ধরে এর জন্য অপেক্ষা করছো.”। এরপর রিল টেপ ঘোরা, হাতে লেখা গানের লিস্ট, লাখো ভক্তের উচ্ছ্বাস ও পুরস্কার মঞ্চের মুহূর্তসহ টিজারজুড়ে ধরা দিয়েছে মাইকেল জ্যাকসনের বর্ণাঢ্য ইতিহাসের এক ঝলক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোজ গোমূত্র পান করেন অক্ষয় কুমার!
রোজ গোমূত্র পান করেন অক্ষয় কুমার!
পুত্র সন্তানের মা হলেন ক্যাটরিনা কাইফ
পুত্র সন্তানের মা হলেন ক্যাটরিনা কাইফ
বিতর্কের মধ্যেই যা বললেন মাধুরী
বিতর্কের মধ্যেই যা বললেন মাধুরী
নতুন ছবি নিয়ে ‘ভীষণ নার্ভাস’ জেনিফার লরেন্স !
নতুন ছবি নিয়ে ‘ভীষণ নার্ভাস’ জেনিফার লরেন্স !