শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি?

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১০:০৬ এএম

পুরুষরা মসজিদে জামাতে নামাজ পড়বে, এটাই নিয়ম। তারপরও মাঝে মাঝে কারণবশতঃ ঘরে নামাজ পড়তে হয়। কোনো কারণে মানুষ মসজিদে যেতে না পারলে, বাসা-ঘরে নামাজ আদায় করে। সে সময় ঘরে নিজের বউ, বোন-মা ও অন্য মাহরাম নারী থাকতে পারেন। এখন কথা হলো- কেউ যদি নিজের বউ কিংবা মাহরাম কোনো নারীকে নিয়ে জামাতে নামাজ আদায় করে, নামাজ হবে? আর এক্ষেত্রে ঘরের নারীকে নিয়ে জামাতে নামাজ আদায় করা জরুরি কিনা?

পুরুষের জন্য মসজিদের জামাতে নামাজ পড়া জরুরি। বিনা কারণে ফরজ নামাজ ঘরে আদায় করা ঠিক নয়। একাধিক হাদিসে এ ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে এবং কঠোরভাবে সতর্ক করা হয়েছে। এক হাদিসে এসেছে, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি মুয়াজ্জিনের আজান শোনা সত্ত্বেও কোনো ধরনের ওজর ছাড়া (বিনা কারণে) জামাতে নামাজ আদায়ে বিরত থাকে; তার অন্যত্র (একাকী) নামাজ কবুল হবে না। (অর্থাৎ তার নামাজকে পরিপূর্ণ নামাজ হিসেবে গণ্য করা হবে না)। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওজর কী? নবী (সা.) বললেন, ভয়-ভীতি অথবা অসুস্থতা।’ (সুনান আবু দাউদ, হাদিস : ৫৫১)

স্বামী-স্ত্রীর জামাতের বিধান-পদ্ধতি

কখনো মসজিদের জামাত না পেলে বা অপারগতার কারণে মসজিদে যাওয়া না হলে— সেক্ষেত্রে একাকী নামাজ না পড়ে বাসায় স্ত্রী ও সন্তানদের নিয়ে জামাতে নামাজ পড়াই উত্তম। স্বামী-স্ত্রী উভয়ে জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে শরিয়তের কোনো বাধা নেই। স্বামী-স্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে, যদি জামাত ছাড়া আলাদা আলাদা নামাজ পড়া হয়। ব্যক্তিগতভাবে নামাজ পড়ায় পাশাপাশি দাঁড়ানোয় কোনো ক্ষতি নেই। তবে উভয়ে মিলে জামাতে নামাজ পড়লে তখন স্ত্রীকে অবশ্যই পেছনের কাতারে দাঁড়াতে হবে, পাশাপাশি দাঁড়ানো যাবে না। এতটুকু সম্ভব না হলে, ডান পাশে একটু পেছনে সরে দাঁড়ালেও নামাজ হয়ে যাবে। তবে স্ত্রী স্বামীর সঙ্গে সমান হয়ে দাঁড়াতে পারবে না, কারণ এভাবে দাঁড়ালে উভয়ের নামাজ নষ্ট হয়ে যাবে। (রাদ্দুল মুহতার : ১/৫৭২)

নাবালেগ ও নারীদের কাতারের অবস্থান

সাধারণত নামাজের জামাতে কাতারবদ্ধ হওয়ার সুন্নত পদ্ধতি হলো, প্রথমে বালেগ পুরুষ দাঁড়াবে, এরপর নাবালেগ বা অপ্রাপ্ত বয়স্ক বালক দাঁড়াবে। যদি নারীরা জামাতে অংশগ্রহণ করে তারা সবার পেছনে দাঁড়াবে। (সুনানুল বাইহাকি, হাদিস নং : ৫১৬৬; হেদায়া : ১/২৩৯)

ঘরে স্ত্রী-সন্তান নিয়ে জামাতের অজুহাতে মসজিদে নামাজের জামাত তরক করা যাবে না। বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে নিয়মিত জামাত করা যাবে না। কেননা মসজিদে নামাজের জামাতের গুরুত্বের ব্যাপারে একাধিক হাদিসের মাধ্যমে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোগ ব্যাধি থেকে মুক্তি লাভের দোয়া
রোগ ব্যাধি থেকে মুক্তি লাভের দোয়া
বাবল র‍্যাপ ফাটাতে এতো ভালো লাগে কেন ?
বাবল র‍্যাপ ফাটাতে এতো ভালো লাগে কেন ?
মধু এক প্রাকৃতিক শক্তিশালী অ্যান্টিবায়োটিক!
মধু এক প্রাকৃতিক শক্তিশালী অ্যান্টিবায়োটিক!
পিঁপড়া কেন সারবেঁধে চলে?
পিঁপড়া কেন সারবেঁধে চলে?