মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

একই সাবানের ব্যবহার কি পরিবারের সবার জন্য নিরাপদ?

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৪:০১ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৪:১৮ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পরিবারে একসঙ্গে থাকা মানেই অনেক কিছুই ভাগাভাগি। একটি টুথপেস্ট, এক বোতল শ্যাম্পু বা এক বোতল লিকুইড হ্যান্ডওয়াশ—এসব তো চলেই। কিন্তু এক টুকরো বার সাবান, সেটাও কি একসঙ্গে ব্যবহার করা নিরাপদ?

বিশেষজ্ঞদের মতে, সবাই মিলে এক সাবান ব্যবহার করা খুব একটা স্বাস্থ্যকর নয়। কারণ, বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ব্যবহৃত বার সাবানের উপরের স্তরে জীবাণু থেকে যেতে পারে।

ইন্ডিয়ান জার্নাল অব ডেন্টাল রিসার্চ-এর এক গবেষণায় দেখা গেছে, ব্যবহৃত সাবানের উপরিভাগে অন্তত পাঁচ ধরনের জীবাণু থাকতে পারে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ব্যাকটেরিয়া এবং ভাইরাস। আবার আমেরিকান জার্নাল অব ইনফেকশন কন্ট্রোল জানিয়েছে, ৬২ শতাংশ ব্যবহৃত বার সাবানে জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে। আর এই জীবাণুরাই একজনের শরীর থেকে আরেক জনের শরীরে সংক্রমণ ছড়িয়ে দিতে পারে।

তবে একেবারে ভয় পাওয়ারও কারণ নেই। সাবান মূলত জীবাণু ধুয়ে ফেলতে সাহায্য করে। এতে থাকা ফ্যাট ও অন্যান্য উপাদান জীবাণু দূর করতে কার্যকর। কিন্তু সমস্যা হয় তখনই, যখন সাবান রাখা হয় এমন পাত্রে যেখানে পানি জমে থাকে। সেই জমে থাকা পানি জীবাণুর জন্য আদর্শ পরিবেশ তৈরি করে।

তবে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন—

  • বার সাবানের বদলে লিকুইড সাবান বা শাওয়ার জেল ব্যবহার করলে ভালো।
  • বার সাবানই যদি ব্যবহার করতে হয়, তাহলে এমন পাত্রে রাখতে হবে যেখানে পানি জমবে না এবং সাবানটি দ্রুত শুকিয়ে যাবে।
  • পরিবারের কোনো সদস্য যদি সংক্রামক রোগে আক্রান্ত হন, তাহলে তার সাবান আলাদা করে রাখতে হবে।
  • শিশু ও বয়স্কদের সাথে সাবান ভাগাভাগি করা ঝুঁকিপূর্ণ হতে পারে।

পরিবারে স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। সাবান ব্যবহারে সামান্য সচেতনতা আপনাকে এবং আপনার পরিবারকে রাখতে পারে অনেক বেশি সুস্থ ও নিরাপদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিকেলের নাস্তায় মজাদার পালংশাকের লুচি
বিকেলের নাস্তায় মজাদার পালংশাকের লুচি
যেভাবে আয়নার দাগ দূর করবেন
যেভাবে আয়নার দাগ দূর করবেন
গলা ব্যথায় এড়িয়ে যাবেন যেসব খাবার
গলা ব্যথায় এড়িয়ে যাবেন যেসব খাবার
ইসবগুলের পুষ্টিগুণ ও উপকারিতা
ইসবগুলের পুষ্টিগুণ ও উপকারিতা