
		বর্তমান সময়ে ফটোগ্রাফি শুধু শখ নয়, বরং একটি সম্ভাবনাময় পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। একসময় যেটি ছিল কেবল নেশা, আজ সেটিই হয়ে উঠেছে পেশা ও ক্যারিয়ার গড়ার অন্যতম মাধ্যম। এই ধারায় নিজের প্রতিভা ও সৃজনশীলতা দিয়ে জায়গা করে নিয়েছেন তরুণ প্রতিভাবান ফটোগ্রাফার কাজী আকতার হোসাইন।
ফটোগ্রাফিই এখন তার একমাত্র ধ্যান-জ্ঞান। তিনি বিশ্বাস করেন ফটোগ্রাফির মাধ্যমে নান্দনিকতা ও সৃজনশীলতার সর্বোচ্চ প্রকাশ করা সম্ভব। তাই তিনি এমন কাজ করতে চান, যা মানুষের মনে দাগ কেটে থাকবে দীর্ঘদিন। তার ভাষায়, ফটোগ্রাফি নিয়েই আমার সব স্বপ্ন ও ধ্যান-জ্ঞান।
দশ বছরের পেশাদার ফটোগ্রাফি ক্যারিয়ারে আকতার হোসাইন কাজ করেছেন দেশের অনেক জনপ্রিয় তারকা শিল্পীর সঙ্গে। বিশেষ করে পরীমণি, তানজিন তিশা, অপু বিশ্বাস, মাহিয়া মাহসহ অসংখ্য তারকা ছিলেন তার ক্যামেরার মডেল। তার ধরা ফ্রেমে ফুটে ওঠা নান্দনিকতা ছড়িয়েছে শিল্পের সুষমা, আর সেই কারণেই তিনি অর্জন করেছেন একের পর এক স্বীকৃতি আর সম্মাননা।
সবশেষে তার ক্যারিয়ার সাফল্যের পালকে যুক্ত হয়েছে আরেকটি অর্জন। ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। সম্প্রতি রাজধানীর কঁচিকাঁচার মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেন অতিথিরা। ক্যামেরার ফ্রেমে ফ্রেমে স্বপ্ন বোনা এই আলোকচিত্রী ছোটবেলা থেকেই শিল্পচর্চায় নিবেদিত ছিলেন। দুই ভাইয়ের মধ্যে বড় আকতার হোসাইন। চান ফটোগ্রাফির মাধ্যমেই স্বপ্নের সোনালী সোপানে ক্যারিয়ারকে নিয়ে যেতে। নিজের সাধনা ও একাগ্রতা দিয়ে তিনি এগিয়ে যাবেন আরও দূর, এমনটাই প্রত্যাশা তার শুভাকাঙ্ক্ষীদের।
                    
মন্তব্য করুন