মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

তেল নাকি লোশন, ত্বকের জন্য কোনটি?

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৩:১৫ পিএম

অনেকে বলে ত্বকের জন্য তেল উপকারী, আবার অনেকের ধারনা লোশনই ভালো। আসলে ত্বকের যত্নে তেল আর লোশন দুটোই উপকারী। তবে কোনটি ভালো হবে তা নির্ভর করে ত্বকের ধরন, আবহাওয়া, আর ব্যক্তিগত প্রয়োজনের উপর।

আসুন পার্থক্য ও সুবিধাগুলো জেনে নেই

তেলের উপকারিতা:

  • ত্বকের গভীরে আর্দ্রতা ধরে রাখে।
  • প্রাকৃতিক ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে।
  • শুষ্ক ও রুক্ষ ত্বক নরম ও মসৃণ করে।
  • ত্বকের বার্ধক্য রোধে সাহায্য করে।

যাদের জন্য ভালো:

  • শুষ্ক, রুক্ষ বা পরিণত বয়সের ত্বক।
  • ঠান্ডা বা শুষ্ক আবহাওয়ায় ব্যবহার উপযোগী।

কিছু সতর্কতা মেনে চলা জরুরী:

  • তৈলাক্ত বা ব্রণপ্রবণ ত্বকে অতিরিক্ত তেল ব্যবহার করলে ছিদ্র বন্ধ হতে পারে।
  • দিনে বাইরে বের হওয়ার আগে ভারী তেল না লাগানোই ভালো।

লোশনের উপকারিতা:

  • হালকা ও সহজে শোষিত হয়।
  • ত্বককে ময়েশ্চারাইজ করে কিন্তু তেলতেলে লাগে না।
  • গরম বা আর্দ্র আবহাওয়ায় আরামদায়ক।
  • দৈনন্দিন ব্যবহারের জন্য উপযুক্ত।

যাদের জন্য ভালো:

  • তৈলাক্ত বা মিশ্র ত্বক।
  • গরম ও আর্দ্র পরিবেশে বসবাসকারী।

কিছু ক্ষেত্রে সতর্কতা:

খুব শুষ্ক ত্বকে শুধুমাত্র লোশন আর্দ্রতা ধরে রাখতে পারে না, সঙ্গে তেল বা ক্রিম দরকার হতে পারে।

ত্বক ভালো রাখার জন্য পুষ্টিকর খাবারও চাই। সামুদ্রিক মাছ, বাদাম, ডিম, পাকা কলা ইত্যাদি খাবার উপকারী। শরীর সুস্থ রাখার পাশাপাশি ত্বকের শুষ্কতা দূর করতেও গাজর বেশ উপকারী। এ ছাড়া প্রতিদিন ৮ থেকে ১০ গ্লাস পানি তো পান করতেই হবে। পাকা কলা শরীরে শক্তি জোগানোর পাশাপাশি ত্বককে সতেজ করে।

তৈলাক্ত ত্বকে যারা ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন না, তাদের জন্য কাঠবাদাম বেশ উপকারী। ওমেগা হলো একধরনের স্বাস্থ্যকর চর্বি, যা হৃদ্‌রোগের ঝুঁকি কমায়, ত্বকের জন্যও উপকারী। ওমেগাসমৃদ্ধ কিছু খাবারের মধ্যে রয়েছে সামুদ্রিক মাছ, বাদাম, ডিম ইত্যাদি।

আসলে সঠিক খাদ্যাভাস, নিজের ত্বকের ধরন এবং পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে এই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে যে কোনটি আপনার জন্য ভালো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিকেলের নাস্তায় মজাদার পালংশাকের লুচি
বিকেলের নাস্তায় মজাদার পালংশাকের লুচি
যেভাবে আয়নার দাগ দূর করবেন
যেভাবে আয়নার দাগ দূর করবেন
গলা ব্যথায় এড়িয়ে যাবেন যেসব খাবার
গলা ব্যথায় এড়িয়ে যাবেন যেসব খাবার
ইসবগুলের পুষ্টিগুণ ও উপকারিতা
ইসবগুলের পুষ্টিগুণ ও উপকারিতা