
		ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত জান্নাত। এ ক্ষেত্রে পরকালে সফল হতে মহান আল্লাহর হুকুম যেমন মেনে চলা জরুরি, তেমনি রাসুল (সা.) এর আদর্শ ও তাঁর দেখানো পথ অনুসরণও জরুরি। কেউ মারা গেলে সাধারণত তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। তবে এমন তিনটি আমল আছে যার সওয়াব মৃত্যুর পরেও পাওয়া যায়। সে তিনটি আমলের কথা হাদিসে উল্লেখ আছে।
হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেছেন, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সব আমল বন্ধ হয়ে যায়। কিন্তু ৩ প্রকার আমল ছাড়া; যা কখনো বন্ধ হয় না। (মুসলিম ১৬৩১)।
সাদাকা জারিয়া: এমন দান-অনুদান; যার সওয়াব চলমান থাকে। যা কখনো বন্ধ হয় না। দানকারীর মৃত্যুর পরও এ দানের সওয়াব চলতে থাকে। যেমন মসজিদ নির্মাণ, সড়ক নির্মাণ, গাছ লাগানো ইত্যাদি।
এমন ইলম যার দ্বারা উপকার হয়: এমন ইলম যা সে বই আকারে লিখে যায়। আর তা পড়ে মানুষ উপকৃত হয়। এতে ওই ব্যক্তির আমলনামায় সওয়াব যোগ হতে থাকে। যতদিন এ ইলমের ধারা চলতে থাকে ততদিন এর সওয়াবও চলতে থাকে।
পুণ্যবান সন্তান যে তার জন্যে দোয়া করতে থাকে: এমন নেক সন্তান; যে সন্তান তার বাবা-মার মৃত্যুর পরও তার জন্য নিয়মিত দোয়া করতে থাকে। আর এ দোয়ার বরকত, ফজিলত ও সওয়াব তার আমলনামায় যোগ হতে থাকে। বংশ পরম্পরায় যদি নেক সন্তান থেকে যায় তবে কখনো সওয়াব বা প্রতিদান বন্ধ হয় না।
তাই মৃত্যুর আগে এ তিনটি বিষয়ের প্রতি বিশেষ নজর দেয়া বুদ্ধিমানের কাজ। এতে নিজের অর্জিত সম্পদ এমন কাজে ব্যয় হয়; যা তার মৃত্যুর পরও সওয়াবের কাজে পরিচালিত হয়।
মন্তব্য করুন