
বিশ্বকাপ বাছাই দুই ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে স্পেন। ৪ বছর পর দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার পাবলো ফোরনালস। ঘরের মাঠে আগামী ১৫ নভেম্বর জর্জিয়ার বিপক্ষে মাঠে নামবে স্পেন। এর তিন দিন পর তুরস্কের সঙ্গে খেলবে। এই দুই ম্যাচকে সামনে রেখে গতকাল শুক্রবার দল ঘোষণা করেছেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে।
তবে চোটের কারণে জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ মিস করলেও, সুস্থ ইয়ামাল ফিরেছেন স্কোয়াডে। ২০২১ সালে সবশেষ জাতীয় দলে খেলা আক্রমণাত্মক মিডফিল্ডার পাবলো ফোরনালসকে দলে ডেকেছেন ফুয়েন্তে।
এ ছাড়াও দলে ফিরেছেন ডিফেন্ডার এমেরিক লাপোর্তও। তবে দলে জায়গা হয়নি অভিজ্ঞ স্ট্রাইকার আলভারো মোরাতা ও উইঙ্গার নিকো উইলিয়ামসের।
স্পেনের ২৬ সদস্যের দল:
গোলরক্ষক: উনাই সিমোন, অ্যালেক্স রেমিরো এবং ডেভিড রায়া।
ডিফেন্ডার: এমেরিক লাপোর্ত, ড্যানিয়েলে ভিভিয়ান, আলেহান্দ্রো গ্রিমালদো, মার্কোস ইয়োরেন্তে, মার্ক কুকুরেয়া, পাউ কুরবাসি, ডিন হইসেন এবং পেদ্রো পোরো।
মিডফিল্ডার: ফ্যাবিয়ান রুইজ, জুবিমেন্ডি, মিকেল মেরিনো, অ্যালেক্স গার্সিয়া, পাবলো ব্যারিওস, অ্যালেক্স বেনা ও পাবলো ফোরনালস।
ফরোয়ার্ড: মিকেল ওয়ারজাবাল, ইয়েরেমি পিনো, দানি ওলমো, ফের্মিন লোপেজ, লামিনে ইয়ামাল, ফেরান তোরেস, সামু আগবেয়োয়া এবং বোর্জা ইগলেসিয়াস।
মন্তব্য করুন