
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজের ভেরিফায়েড আইডিতে আশাবাদ ব্যক্ত করেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
আজ (শুক্রবার, ৭ নভেম্বর) সন্ধ্যায় দেয়া পোস্টে মাশরাফি লেখেন, ‘বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে আশা করি।’
তিনি লেখেন, ‘আশা করি, বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে, যেন এসবের পুনরাবৃত্তি আর কখনও না হয়।’
সবশেষে জাতীয় দলের সাবেক এ অধিনায়ক লেখেন, ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিরাপদ হোক সবার জন্য।’
প্রসঙ্গত, ৬ নভেম্বর একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন জাহানারা। এছাড়া নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদসহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে আঙুল তুলেছেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যেই জানিয়েছে, অভিযোগের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। গঠন করা হবে তদন্ত কমিটিও। সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও।
মন্তব্য করুন