শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

সরাইলে ট্রাকচাপায় অটোরিকশা চালক ও যাত্রী নিহত

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৪:৩১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা সদরের নাছিরনগর- সরাইল লাখাই আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— অটোরিকশা চালক মো. ইউসুফ (৫০) ও যাত্রী মুসলিম মিয়া (৫২)। দুজনের বাড়িই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মসলিসপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মুসলিম মিয়া পাইকারি সবজি কেনার জন্য ব্যাটারিচালিত অটোরিকশায় করে সরাইল বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সরাইলের বড্ডাপাড়া এলাকার সরাইল–নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কের আলিয়া মাদ্রাসার সামনে বিপরীত দিক থেকে আসা মাছবাহী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক ইউসুফ ও যাত্রী মুসলিম মিয়া নিহত হন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম জানান, প্রথমে নিহতদের মরদেহ থানায় রাখা হয়। পরে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লক্ষ্মীপুরে ভোট চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রায় জামায়াতে ইসলামী
লক্ষ্মীপুরে ভোট চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রায় জামায়াতে ইসলামী
গাইবান্ধায় মহাসড়কের পাশে অচেতন অবস্থায় ৫ জন উদ্ধার
গাইবান্ধায় মহাসড়কের পাশে অচেতন অবস্থায় ৫ জন উদ্ধার
কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় নকলায় মানববন্ধন
কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় নকলায় মানববন্ধন
ময়মনসিংহে পৃথক দুটি হত্যা মামলায় তিন জনকে মৃত্যুদন্ড
ময়মনসিংহে পৃথক দুটি হত্যা মামলায় তিন জনকে মৃত্যুদন্ড