শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

মারা গেছেন সাবেক অর্থমন্ত্রী মাহমুদ আলী, বনানীতে দাফন

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম

সা‌বেক পররাষ্ট্র ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আর নেই। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। আজ শুক্রবার সকালে বনানীতে তাঁকে দাফন করা হয়।

ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকাল ৩টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয় বলে হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে।

কিডনি রোগে আক্রান্ত মাহমুদ আলী গত দুই সপ্তাহ ধরে ঢাকার বারডেম হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।

একাত্তরের মুক্তিযোদ্ধা, দীর্ঘ কূটনৈতিক ক্যারিয়ার শেষে রাজনীতিতে নাম লিখিয়ে সাবেক আওয়ামী লীগ সরকারের অর্থ ও পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। দিনাজপুর-৪ থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত সাংসদ আবুল হাসান মাহমুদ আলী সর্বশেষ অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

আবুল হাসান মাহমুদ আলী ১৯৪৩ সালের ২ জুন দিনাজপুরের খানসামা উপজেলার ডাক্তারপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬২ সালে অর্থনীতিতে স্নাতক এবং ১৯৬৩ সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৬৪ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবেও কর্মরত ছিলেন।

১৯৬৬ সালে তৎকালীন পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে দীর্ঘ কর্মজীবনে তিনি যুক্তরাজ্যে ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল, জার্মানিতে ১৯৯২ সাল থেকে ১৯৯৫ সাল এবং ভুটানে ১৯৮৬ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বপালন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শনিবার বিদ্যুৎ থাকবে না বিভিন্ন জেলার অনেক এলাকাতেই
শনিবার বিদ্যুৎ থাকবে না বিভিন্ন জেলার অনেক এলাকাতেই
বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের নতুন ২ সামরিক স্থাপনা
বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের নতুন ২ সামরিক স্থাপনা
‘পাখির খাদ্য’ বলে পাকিস্তান থেকে আনা হলো নিষিদ্ধ পপি বীজ
‘পাখির খাদ্য’ বলে পাকিস্তান থেকে আনা হলো নিষিদ্ধ পপি বীজ
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ