শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

জাহানারা ইস্যুতে নারী ক্রিকেটারদের সাহস দিলেন তামিম

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৩:৪৮ পিএম

দেশের ক্রিকেটে সবচেয়ে বড় কলঙ্কজনক অধ্যায় সামনে তুলে ধরেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। এবার জাতীয় দলের তারকা ব্যাটার তামিম ইকবাল বিষয়টি নিয়ে বক্তব্য জানিয়েছেন। তিনি নারী ক্রিকেটারদের প্রতি আহ্বান জানান, যেন কেউ কোনো ধরনের হেনস্তার শিকার হলে তা সাহসের সঙ্গে প্রকাশ করেন।

তামিম বলেন, ‘জাহানারার অভিযাগের পর আরও বেশ কিছু ঘটনার কথা জানতে পারছি নানা মাধ্যমে। আমি প্রতিটি নারী ক্রিকেটারকে অনুরোধ করব, যারা নানা সময়ে এসব ঘটনার শিকার হয়েছেন, সেটা সরাসরি হোক বা আকারে-ইঙ্গিতে, যে কোনোভাবে হেনস্তার শিকার হয়েছে, সবাই মুখ খুলবেন এবং সাহস নিয়ে এগিয়ে আসবেন। দেশের ক্রিকেট তথা ক্রীড়াঙ্গনের স্বার্থে, বর্তমান আর ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এটা প্রয়োজন। কথা দিচ্ছি, আমাকে ও আমাদেরকে আপনাদের পাশে পাবেন।’

তামিম আরও বলেন, ‘জাহানারার অভিযোগগুলোর প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা যদি না নেওয়া যায়, যদি ন্যায়বিচার নিশ্চিত না করা যায়, তাহলে ভবিষ্যতে কোনো মেয়ে ক্রিকেট বা যে কোনো খেলায় আসতে ভয় পাবে, খেলাকে পেশা হিসেবে বেছে নিতে পিছপা হবে। আমরা সেটা হতে দিতে পারি না।’

জাতীয় নারী দলের সাবেক নির্বাচক মনজুরুল ইসলাম এবং নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন সাবেক অধিনায়ক তথা তারকা পেসার জাহানারা আলম। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সাংবাদিক রিয়াসাদ আজিমের ইউটিউব চ্যানেলে এই ভয়ংকর সত্য উন্মোচন করেন জাহানারা।

এই প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এবার জাহানারা ইস্যুতে সরব হলেন মাশরাফি
এবার জাহানারা ইস্যুতে সরব হলেন মাশরাফি
এবার জাহানারার অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির
এবার জাহানারার অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির
এবারও ঢাকা ক্যাপিটালসের মালিক শাকিব খান
এবারও ঢাকা ক্যাপিটালসের মালিক শাকিব খান
বৃহস্পতিবার (৬ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন
বৃহস্পতিবার (৬ নভেম্বর) টিভিতে যেসব খেলা দেখবেন