
সরকারী দায়িত্ব পালনরত অবস্থায় নিজ অফিসে শেরপুরের নকলা কৃষি অফিসার শাহরিয়ার মোরসালিন মেহেদির উপর দূর্বৃত্তের শারিরীক হামলার তীব্র প্রতিবাদ ও সুষ্ঠ বিচারের দাবীতে মানববন্ধন করেছে নকলা উপজেলায় কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে নকলা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও অবস্থান নেন ।
এসময় উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তারা এই ঘটনার নিন্দা ও সুষ্ঠবিচার প্রার্থনা করেন। সেই সাথে দ্রুত ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান তারা। একই দাবিতে জেলা কৃষি সম্প্রসারণ অফিসের সামনে কৃষিবিদ ইনিস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি)-এর ডাকে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মন্তব্য করুন