বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

সর্বমিত্র চাকমার ভিডিও নিয়ে প্রতিক্রিয়া জানালেন মোনামি

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৪:১৯ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৪:৪৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় দুই সপ্তাহ ধরে উচ্ছেদ অভিযান চালাচ্ছেন ছাত্রশিবিরের নেতৃত্বাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা। ‘অবৈধ’ দোকান, উদ্বাস্তু, ভবঘুরে ও নেশাগ্রস্তদের উচ্ছেদ করছেন তারা। এ সময় মারধর, হেনস্তা, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করার অভিযোগও রয়েছে। সেসব নিয়ে শুরুর দিন থেকেই আলোচনা-সমালোচনা চলছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তার একটি ভিডিও, যা শেয়ার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া মোনামি। ভিডিওতে দেখা যায়, একজন বয়স্ক লোক, এক ছেলের মোবাইল কেড়ে নিয়ে দৌড় দিয়েছে। ছেলেটি দৌড়ে যাচ্ছে লোকটিকে ধরতে। মাঝপথে দেখা সর্বমিত্রের সঙ্গে।

ওই ছাত্র সর্বমিত্রকে দেখে বলছেন, আপনি সর্বমিত্র চাকমা না? ডাকসু সদস্য সর্বমিত্র না?

‘হ্যাঁ।’

ছাত্রটি বললেন, ভাই এই লোক আমার মোবাইল কেড়ে নিয়েছে। কিছু একটা করেন।

সর্বমিত্র চমৎকার করে একটা হাসি দিয়ে বলছেন, মুরব্বী মানুষ যা করেছেন, ভালো করেছেন। সিনিয়র সিটিজেন। তাদের সম্মান জানানো উচিত।

‘কিন্তু আমার মোবাইল, আমার মোবাইল নিয়ে গেছে ভাইয়া?’

সর্বমিত্র বলছেন, আরে মুরব্বী মানুষ...

ঢাবি শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া মোনামি ভিডিওটি শেয়ার দিয়ে লিখেছেন, “অনেক চেষ্টা করেছি ‘WOKE’ দের আক্রমণের ভয়ে শেয়ার না দিতে। কিন্তু পারলাম না! ভাই, এটা কী ছিলো?”

সর্বমিত্র চাকমার এই ভিডিওটি নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে, পাওয়া যাচ্ছে পক্ষে-বিপক্ষে নানা ক্রিয়া-প্রতিক্রিয়া।

ঢাবি এলাকায় উচ্ছেদ অভিযানে শুরুতে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুয়ায়েরকে এতে নেতৃত্ব দিতে দেখা যায়। কয়েক দিন পর সক্রিয়ভাবে উচ্ছেদ অভিযানে দেখা যায় সদস্য সর্বমিত্র চাকমাকে। জুবায়েরকে আর সেভাবে দেখা যায়নি। বিতর্কের কেন্দ্রে চলে আসেন সর্বমিত্র। সর্বশেষ গত মঙ্গলবার রাতে লাঠি হাতে এক বৃদ্ধকে শাসানোর ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মুরুব্বিকে নিয়ে সর্ব মিত্রের যে ট্রল ভিডিও আলোচনার মুখে
মুরুব্বিকে নিয়ে সর্ব মিত্রের যে ট্রল ভিডিও আলোচনার মুখে
বাংলাদেশি হলে তাকে ‘শাহবাগী’ ট্যাগ দিত, মুসলমান নয়: মেঘমল্লার
বাংলাদেশি হলে তাকে ‘শাহবাগী’ ট্যাগ দিত, মুসলমান নয়: মেঘমল্লার
মাদরাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার সময় প্রকাশ
মাদরাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার সময় প্রকাশ
প্রাথমিকে শারীরিক শিক্ষা ও সংগীতের শিক্ষক পদ বাতিলের ব্যাখ্যা দিলো সরকার
প্রাথমিকে শারীরিক শিক্ষা ও সংগীতের শিক্ষক পদ বাতিলের ব্যাখ্যা দিলো সরকার