
মুন্সীগঞ্জ-১ আসনে চূড়ান্ত প্রার্থী নির্বাচনে মনোনয়ন বোর্ড অবশ্যই যথাযথ বিবেচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজদিখান উপজেলার ইছাপুরা, মালখানগর ও শ্রীনগর উপজেলার ছনবাড়ী এলাকায় বিএনপির প্রস্তাবিত ৩১ দফার লিফলেট বিতরণ ও পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
মীর সরফত আলী সপু বলেন, আমরা সবাই বিএনপি পরিবার। মুন্সীগঞ্জ-১ আসনে যে চূড়ান্ত প্রার্থী হবেন, মনোনয়ন বোর্ড তা অবশ্যই বিবেচনা করবে। এখানে যারা উপস্থিত আছেন সবাই বিএনপি করেন। তবে এই উপজেলায় কারোর পরিবারে একজন আওয়ামী লীগ, আরেকজন বিএনপি- রাতে আওয়ামী লীগ, দিনে বিএনপি। জনগণ এখন সব বুঝে গেছে, তাই হাজার হাজার নেতাকর্মী ও জনসাধারণ ঐক্যবদ্ধ আছে।
এসময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোমিন আলী, আব্দুল কুদ্দুস ধীরন, আওলাদ হোসেন উজ্জ্বল, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য করুন