
মুন্সীগঞ্জ-১ আসনের মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের মাঝে কিছু প্রশ্ন থাকলেও শেষ পর্যন্ত ত্যাগী ও যোগ্য ব্যক্তির হাতেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীনগর উপজেলার জমজম টাওয়ার থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি র্যালি বের হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ডাকবাংলো মোড়ে গিয়ে পথসভায় মিলিত হয়।
পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মীর সরফত আলী সপু বলেন, মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের মাঝে প্রশ্ন রয়েছে, তবে আমরা বিশ্বাস করি চূড়ান্তভাবে ত্যাগী ও যোগ্য ব্যক্তিকেই দল মনোনয়ন দেবে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করব।
তিনি আরও বলেন, জামায়াতের নায়েবে আমীর বলে আঙুল বাঁকা করতে হবে- এমন বক্তব্যে আমরা স্পষ্টভাবে বলতে চাই, যদি আঙুল বাঁকা হয়, আমাদের আঙুলও সোজা থাকবে না। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করে সফল হওয়া যাবে না।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ্ব মমিন আলী, আব্দুল কুদ্দুস ধীরন, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলামসহ প্রায় সাত হাজার বিএনপি নেতা-কর্মী।
মন্তব্য করুন