
মুন্সীগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৮টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর ২০২৫) রাত সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার নলবুনিয়াকান্দি সরকার পাড়া মাদ্রাসার পাশে স্থানীয়রা দুটি প্লাস্টিকের বালতিতে সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
খবর পেয়ে মুন্সীগঞ্জ থানার রাত্রিকালীন কিলো টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে আটক করে। তল্লাশি চালিয়ে পুলিশ ওই দুইজনের কাছ থেকে ৮টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। আটককৃতরা হলো— ইব্রাহীম খানের ছেলে মো. মামুন খান (৪০), মো. তাজু মোল্যার ছেলে মো. বাবু মোল্যা (৩৪)। দুজনেই চরকেওয়ার ইউনিয়নের নলবুনিয়াকান্দি এলাকার বাসিন্দা।
মুন্সীগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম জানান, আমরা স্থানীয়দের সহযোগিতায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো উদ্ধার করেছি। আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন