শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির র‍্যালি

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৯:৪১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সিপাহি-জনতার ঐক্যবদ্ধ গণ-অভ্যুত্থান স্মরণে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর মুক্ত মঞ্চে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালিদ হোসেন মাহবুব শ্যামলের নেতৃত্বে র‍্যালিটি অনুষ্ঠিত হয়।

ইঞ্জিনিয়ার খালিদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ৭ নভেম্বরের চেতনা আমাদের ঐক্যের প্রতীক। এই চেতনা নিয়ে আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করব এবং ইনশাল্লাহ বিএনপিকে বিজয়ী করে দেশের জনগণের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক। এই দিন সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিপ্লব ঘটিয়েছিল। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এই চেতনা ধারণ করে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সম্মানিত সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, সহ-সভাপতি এবিএম মমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল ইসলাম চপল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন, জেলা যুবদলের সভাপতি ইয়াছিন মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ, জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুল ইসলাম শাহীন সদস্য সচিব সমীর চক্রবর্তীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কলমাকান্দায় জুম্মার নামাজ আদায়রত ইন্তেকাল ঘটে বিএনপি নেতার
কলমাকান্দায় জুম্মার নামাজ আদায়রত ইন্তেকাল ঘটে বিএনপি নেতার
জামায়াতের ব্যারিস্টার আরমান নাকি বিএনপির তুলি, শেষ হাসি কার?  
জামায়াতের ব্যারিস্টার আরমান নাকি বিএনপির তুলি, শেষ হাসি কার?  
পটুয়াখালীতে বিএনপি-গণঅধিকার পরিষদের সংঘর্ষে আহত ১৬
পটুয়াখালীতে বিএনপি-গণঅধিকার পরিষদের সংঘর্ষে আহত ১৬
ধানের শীষের বিজয় আমাদের হাতেই: আসলাম চৌধুরী
ধানের শীষের বিজয় আমাদের হাতেই: আসলাম চৌধুরী