শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

নাটোরে নর্থ বেঙ্গল সুগার মিলের ৯৩তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

বৈশাখী প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১০:১৭ পিএম

নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডে (নবেসুমি) ২০২৫-২৬ অর্থবছরের ৯৩তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান মিলের ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএফআইসি চেয়ারম্যান ও অতিরিক্ত শিল্প সচিব রাশিদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক, ইউএনও মো. জুলহাস হোসেন সৌরভ, মিলের এমডি মো. ফরিদ হোসেন ভূঁইয়া টুটুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মিল সূত্রে জানা যায়, এ মৌসুমে ১২৬ দিনে ২ লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ৬.৫০ শতাংশ হারে ১৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কৃষকদের মাঝে ১৫ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করা হয়েছে এবং ১৭ হাজার ৫০০ একর জমিতে আখ চাষ হয়েছে।

এ বছর প্রতি কুইন্টাল আখের দাম ৬২৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ হবে। মিল গেটে প্রতি মন ২৫০ টাকা ও ক্রয়কেন্দ্রে ২৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত মৌসুমে (২০২৪-২৫) মিলটি ১ লাখ ৯৫ হাজার ৯৪১ মেট্রিক টন আখ মাড়াই করে ১১ হাজার ৩২৪ মেট্রিক টন চিনি উৎপাদন করেছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরাইলে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত অন্তত ১৫
সরাইলে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত অন্তত ১৫
ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কক্সবাজারে বর্ণাঢ্য র‌্যালি
ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কক্সবাজারে বর্ণাঢ্য র‌্যালি
রাজবাড়ীতে লাল তিল রং মিশিয়ে কালো করার দায়ে দন্ড
রাজবাড়ীতে লাল তিল রং মিশিয়ে কালো করার দায়ে দন্ড
মোংলা-খুলনা মহাসড়কে বাস উল্টে নিহত ২, আহত ৭
মোংলা-খুলনা মহাসড়কে বাস উল্টে নিহত ২, আহত ৭