
কক্সবাজারের টেকনাফে কিশোরকন্ঠ ফাউন্ডেশন এর উদ্যোগে বাংলাদেশের জনপ্রিয় ও সর্ববৃহৎ ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) টেকনাফ উপজেলার দুইটি কেন্দ্র টেকনাফ সরকারি কলেজ ও রঙ্গিখালী ফাযিল ডিগ্রী মাদ্রাসায় মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও মাদ্রাসার ৪র্থ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর ১ হাজার ৬ শত ২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সকাল সাড়ে ১০ থেকে শুরু হয়ে সাড়ে ১১ টা পর্যন্ত ১০০ মার্কের পরীক্ষা চলাকালিন সময় টেকনাফ সরকারি কলেজ কেন্দ্রে ৭ শত ৯১ জন শিক্ষার্থী ও রঙ্গিখালী ফাযিল ডিগ্রী মাদ্রাসা কেন্দ্রে ৮ শত ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।
এই দুটি কেন্দ্রের সচিব ছিলেন কক্সবাজার উত্তরণ স্কুল এন্ড কলেজের অধ্যাপক ইয়াসির আরাফাত ও কিশোরকন্ঠ ফাউন্ডেশন টেকনাফ উপজেলার চেয়ারম্যান তারেক রহমান। আগত শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ এ বছরের বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কিশোরকন্ঠ ফাউন্ডেশনের প্রসংশা করেন।
অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এধরণের আরও আয়োজন বাস্তবায়ন হলে শিক্ষার্থীরা পড়া লেখায় মনোযোগী হবে এবং মেধা বিকাশে সহায়ক হবে।
মেধাবৃত্তি শুরু হওয়ার পর কেন্দ্র পরিদর্শন করেন, টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ পৌরসভার সহ সভাপতি মোঃ ইসমাইল, টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল,বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ পৌর সভাপতি ও কিশোরকন্ঠ ফাউন্ডেশন কক্সবাজার জেলার সাবেক চেয়ারম্যান রবিউল আলম, কিশোরকন্ঠ ফাউন্ডেশন টেকনাফ উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ কামাল শাহী প্রমুখ।
মন্তব্য করুন