শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

জামায়াতের ব্যারিস্টার আরমান নাকি বিএনপির তুলি, শেষ হাসি কার?  

বৈশাখী ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৮:৫৭ পিএম

প্রার্থী মনোনয়নের পর থেকে জমে উঠেছে নির্বাচনের মাঠের লড়াই। ইতিমধ্যে প্রচার প্রচারণা শুরু হয়েছে চারদিকে। সেই স্রোতেই আলোচনা উঠেছে ঢাকা-১৪ আসন নিয়ে। এ আসনের লড়াইটা হবে বেশ ব্যতিক্রমী।

ঢাকা-১৪ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন মায়ের ডাকের অন্যতম সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। অন্যদিকে জামায়াতের প্রার্থী দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সদস্য মীর কাসেম আলীর ছেলে মীর আহমাদ বিন কাসেম আরমান ঢাকা-১৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

এই আসনের আরমান এবং তুলি দুজনই শেখ হাসিনার নির্মম নির্যাতনের শিকার। তুলির আপন ভাই সাজ্জাদূর রহমান সুমন গুম হয়েছিলো ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে। অন্যদিকে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আহমাদ বিন কাসেম আরমান দীর্ঘদিন গুম হয়ে একটি গোপন 'আয়নাঘরে' বন্দি ছিলেন। ফলে দুজনেই সাধারণ মানুষের কাছে গ্রহনযোগ্যতার শীর্ষে।

২০১৬ সালের ৯ আগস্ট ব্যারিস্টার আরমানকে মিরপুর ডিওএইচএস-এর নিজ বাসা থেকে ধরে নিয়ে গিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কিন্তু পরে আর তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।

অভিযোগ রয়েছে, এ জোরপূর্বক গুমের ঘটনায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) কতিপয় সদস্য জড়িত ছিলেন। জোরপূর্বক গুমের শিকার হওয়ার আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বাবার আইনজীবী দলের সদস্য ছিলেন। ২০২৪ সালের আগস্ট মাসের পর তিনি মুক্তি পান এবং পরে তিনি সেই 'আয়নাঘর' পরিদর্শন করেন। মুক্তির পর তিনি এই ভয়াবহ অভিজ্ঞতার কথা জনসমক্ষে তুলে ধরেন, যেখানে তাকে ৮ বছর ধরে আটকে রাখা হয়েছিল।

অন্যদিকে মনোনয়নপ্রাপ্ত সানজিদা ইসলাম তুলি অন্যতম চমক হিসেবে ধরা দিয়েছে। তিনি মায়ের ডাক-এর অন্যতম সমন্বয়ক। তার ভাই বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমন গুম হওয়ার পর তিনি এ সংগঠন গড়ে তোলেন। গুম নিয়ে সোচ্চার ভূমিকায় দেশ-বিদেশে তিনি বেশ প্রশংসিত হন।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোকে নিয়ে এ সংগঠন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সানজিদা ইসলাম। তাঁর ভাই সাজেদুল ইসলাম সুমন ছিলেন ২৫ নম্বর ওয়ার্ড (ঢাকা উত্তর সিটি করপোরেশন) বিএনপির সাধারণ সম্পাদক। ২০১৩ সালের ৪ ডিসেম্বর রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে তুলে নিয়ে যায় র‌্যাবের একটি দল। এখনো তাঁর খোঁজ পাওয়া যায়নি।

এবার ঢাকা-১৪ আসনে জামায়াতের ব্যারিষ্টার আরমান নাকি বিএনপির সানজিদা তুলি, জনগণ কাকে বাছাই করে তাদের এমপি হিসেবে, জানা যাবে ভোটের দিনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেদারল্যান্ডসকে কেন সাইকেলের দেশ বলা হয় ?
নেদারল্যান্ডসকে কেন সাইকেলের দেশ বলা হয় ?
মুভি দেখার সময় সবাই পপকর্ন কেন খায় ?
মুভি দেখার সময় সবাই পপকর্ন কেন খায় ?
বন্ধুকে টাকা ফেরত দেওয়ার দিন আজ
বন্ধুকে টাকা ফেরত দেওয়ার দিন আজ
প্রতিবাদ জানাতে ডিম ছোড়া হয় কেন?
প্রতিবাদ জানাতে ডিম ছোড়া হয় কেন?