
রাজবাড়ীর গোয়ালন্দে বেশী দামে বিক্রির লোভে লাল তিল ক্ষতিকর রং মিশিয়ে কালো করার দায়ে রফিকুল ইসলাম (৩২) নামের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমান করেছে ভ্রামমান আদালত।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথি দাস এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। রফিকুল ইসলাম গোয়ালন্দ পৌরসভার ৩নং ওয়ার্ডের নছরউদ্দিন সরদার পাড়া মহল্লার আব্দুস সাত্তারের ছেলে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট সাথি দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান চালিয়ে লাল তিন ক্ষতিকর ক্যামিক্যাল মিশিয়ে কালো করার বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। যা খাদ্য হিসেবে বেশি দামে বাজারে বিক্রি হয়।
যদিও দন্ডপ্রাপ্ত ব্যাক্তি দাবি করেছেন, রং করা এ তিল পাখির খাবার হিসেবে বিক্রি করা হয়। তারপর বিষয়টি দন্ডনীয় অপরাধ। প্রথমবার তাকে ভোক্তা সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর করবে না বলে মুচলেকা নেয়া হয়। এসময় রং করা ২শ কেজি তিল জব্দ করে ধ্বংস করা হয়।
মন্তব্য করুন