
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও টি কোম্পানির আওতাধীন সাতগাঁও, মাকড়িছড়া ও ইছামতি চা বাগানের শ্রমিকরা ১৭ মাসের প্রভিডেন্ট ফান্ডের টাকা তহবিলে জমা না দেওয়াসহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিনের মতো দুই ঘণ্টা কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সাতগাঁও চা কারখানার সামনে এ কর্মসূচি হয়।
শ্রমিকরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে প্রভিডেন্ট ফান্ডের টাকা নিয়মিতভাবে ভবিষ্যৎ তহবিলে জমা দেওয়া হয় না। অনেক আলোচনা সত্ত্বেও মালিকপক্ষ বারবার আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করে যাচ্ছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাতগাঁও বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি কাজল কালিন্দী, সাধারণ সম্পাদক সুদিপ কৈরী, স্বাধীন চাষা, কাশী নারায়ণ গড়সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মালিকপক্ষ প্রভিডেন্ট ফান্ডের টাকা নিয়মিতভাবে জমা দিচ্ছে না এবং নানা আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করছে।
মন্তব্য করুন